রায়গঞ্জ, 7 জুলাই:আর কয়েকঘণ্টা বাদেই ভোটবাক্সে নিজেদের মত প্রদান করবে গ্রাম বাংলার মানুষ ৷ কিন্তু ব্যালটে ছাপ মারার আগেই ফিকে হয়ে গেল রাজ্যের শাসকদল তৃণমূল থেকে বাম-বিজেপি সব রাজনৈতিকদলেরই প্রতীক ৷ চিহ্ন দেখা বোঝার উপায় নেই আদৌ ভোটের উত্তাপে জর্জরিত রাজ্যের একাধিক জেলা ৷ রক্তক্ষরণের মধ্য়েই কার্যত 'রক্তশূন্য' বা বলা ভালো 'বেরং' প্রায় সব রাজনৈতিক দলেরই প্রতীক ৷ অবাক হচ্ছেন ? না, দলের পোস্টার-ব্যানার বা পতাকায় নয়, এই রংশূন্য অবস্থা গ্রাম বাংলার ভোটের মিষ্টিতে ৷
ব্যালট বাক্সে ভোটাররা ভোট দেবেন শনিবার ৷ গ্রামীণ ভোট গ্রহণের আগেই খদ্দেরদের ভোট নিতে শুরু করেছেন কালিয়াগঞ্জের মিষ্টি বিক্রেতা ৷ তাঁর দোকানে তৈরি হয়েছে তৃণমূলের ঘাসফুল, কংগ্রেসের হাত, সিপিএমের কাস্তে হাতুড়ি, এমনকী বিজেপির পদ্মও আঁকা সন্দেশ ৷ আর যেহেতু এবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের হাতিয়ার সামাজিক মাধ্যম, তাই সেগুলিও দূরে সরিয়ে রাখেননি এই মিষ্টি বিক্রেতা ৷ ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপের লোগো দেওয়া মিষ্টিও রয়েছে তাঁর দোকানে ৷ দোকানদারের এই উদ্ভাবনী কর্মকাণ্ডে খুশি কালিয়াগঞ্জবাসী ৷
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের পৌরসভার 6নম্বর ওয়ার্ডের কালিয়াগঞ্জ-রায়গঞ্জ রাজ্য সড়কের ধারেই রয়েছে রাজীব ঘোষের মিষ্টির দোকান ৷ প্রচারে অংশ নেওয়া বিভিন্ন দলের কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই তাঁর দোকানের মিষ্টি খেয়ে বেশ সুনাম করেছেন ৷ প্রচারের জন্য সোশাল মিডিয়াকে হাতিয়ার করেছেন রাজীববাবু । তার দোকানের রকমারি মিষ্টির সম্ভার জনগণের নজরে আনতে প্রচারে কোনও খামতি রাখেননি এই ব্য়বসায়ী ।