রায়গঞ্জ, 18 অগাস্ট: কাজ বন্ধ করে লাগাতার আন্দোলন শুরু করেছেন সাফাইকর্মীরা ৷ ভাতা বৃদ্ধির দাবিতে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক কার্যালয়ের বিভিন্ন দপ্তরে কাজ বন্ধ করে আন্দোলনে নেমেছেন তাঁরা । অভিযোগ, আন্দোলনরত সাফাইকর্মীদের কাজ থেকে বের করে দেওয়া এবং তাদের বস্তি উচ্ছেদ করে দেওয়ার হুমকি দিয়েছে জেলা প্রশাসন। এরই প্রতিবাদে আজ থেকে বৃহত্তর আন্দোলনে নামল উত্তর দিনাজপুর জেলার সাফাইকর্মীদের সংগঠন রায়গঞ্জ সাফাইকর্মী হরিজন সমিতি।
রায়গঞ্জে কাজ বন্ধ করে আন্দোলনে সাফাইকর্মীরা
রায়গঞ্জ সাফাইকর্মী হরিজন সমিতির পাশে এসে আন্দোলনে নামল নর্থবেঙ্গল বাঁশফোড় অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজ়েশনও । রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পাশে ভাতা বৃদ্ধি ও নিয়োগের দাবিতে ধরনা ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন কয়েকশো সাফাইকর্মী ।
রায়গঞ্জ সাফাইকর্মী হরিজন সমিতির পাশে এসে আন্দোলনে নামল নর্থবেঙ্গল বাঁশফোড় অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজ়েশনও । রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পাশে ভাতা বৃদ্ধি ও নিয়োগের দাবিতে ধরনা ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন কয়েকশো সাফাইকর্মী । অবিলম্বে তাদের ভাতা বৃদ্ধি করে কাজে নিয়োগ না করলে উত্তরবঙ্গজুড়ে কর্মবিরতির হুমকি দিয়েছে সাফাইকর্মী সংগঠনগুলি। কর্ণজোড়ায় সরকারি সমস্ত অফিস মিলিয়ে 100 জন সাফাইকর্মী রয়েছেন । মাত্র 3000 টাকা করে ভাতা পান তাঁরা ৷ এই সামান্য ভাতায় সংসার চালানো সম্ভব হচ্ছে না বলে তাঁদের বক্তব্য । কোনও কারণ ছাড়াই তাঁদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ।
এরই প্রতিবাদে মঙ্গলবার থেকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি শুরু করে রায়গঞ্জ সাফাইকর্মী হরিজন সমিতি ও নর্থবেঙ্গল বাঁশফোড় অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজ়েশনের সদস্যরা। সংগঠনের জেলা সভাপতি গৌতম বাঁশফোড় বলেন, অবিলম্বে ভাতা বৃদ্ধি করে কাজে নিয়োগ না করলে উত্তরবঙ্গজুড়ে কর্মবিরতিতে নামবেন তাঁরা।