পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Death by Mob Lynching: চোর সন্দেহে গণপিটুনিতে ব্যক্তির মৃত্যু ! পরিবার-সহ পলাতক মূল অভিযুক্ত - রায়গঞ্জের খবর

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে চুরির অভিযোগে গণপিটুনি ৷ আর তার জেরেই মৃত্যু হল এক ব্যক্তির ৷ এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জে ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By

Published : Aug 3, 2023, 4:12 PM IST

গণপিটুনির জেরে মৃত্যুতে মৃতের পরিবার ও পঞ্চায়েত সদস্যের বক্তব্য

রায়গঞ্জ, 3 অগস্ট: চোর সন্দেহে গণধোলাই ৷ আর তাতেই মৃত্যু হল এক ব্যক্তির । বৃহস্পতিবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায় । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার গৌড়ি গ্রাম পঞ্চায়েতের ইটাল গ্রামে । মৃত ওই ব্যক্তির নাম রহিম শেখ ৷ খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায় । শুরু হয়েছে তদন্ত ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার গৌড়ি গ্রাম পঞ্চায়েতের ইটাল গ্রামের বাসিন্দা রহিম শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মহম্মদ সামিম নামে এক ব্যক্তি ৷ অভিযোগ, এরপর লাঠি ও বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করে সামিমের লোকজনেরা ৷ যার জেরে ঘটনাস্থলেই রহিমের মৃত্যু হয় । এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ । এই ঘটনায় সামিম-সহ তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

এই বিষয়ে মৃত রহিমের দাদা মহম্মদ নুরুল ইসলাম বলেন, "সামিমের পাশের জমিটা আমার ভাইয়ের । সামিম আমার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে চক্রান্ত করে পিটিয়ে মারে ।" অন্যদিকে, রহিমের স্ত্রী খালেকা খাতুনের কথায়, "আমাদের ওখানে জমি ছিল ৷ সামিম সেই জমিতে জল দিয়ে ফসল নষ্ট করে দেয় । আমার স্বামী জমিতে ফসল দেখতে যাওয়ার সময় চোর সন্দেহে আমার স্বামীকে তাঁরা মারধর করে মেরে ফেলে । দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি ৷"

এই ঘটনার পর থেকেই পলাতক সামিম-সহ তাঁর পরিবারের লোকেরা । অপরদিকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য রেজাউল হক জানান, চোর সন্দেহে রহিমকে পিটিয়ে মেরে ফেলেছে । কী কারণে তাঁকে পিটিয়ে মারলো তা তদন্ত শুরু করেছে পুলিশ । দোষীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক ৷

আরও পড়ুন : ফের চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ, এবার মালদা ও জলপাইগুড়িতে

ABOUT THE AUTHOR

...view details