পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আতঙ্কে নজরদারি উত্তর দিনাজপুরে - নজরদারি

বিহার থেকে উত্তর দিনাজপুর জেলায় ঢোকার 13 টি রাস্তায় জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের কর্মীরা সড়কপথে আসা গাড়িগুলোর যাত্রীদের পরীক্ষা করা শুরু করেছে। কোরোনা আতঙ্কের জেরেই এই নজরদারি করা হয়েছে ।

corona virus effect
উত্তর দিনাজপুরে নজরদারি

By

Published : Mar 15, 2020, 6:15 PM IST

রায়গঞ্জ, 15 মার্চ : বিহার থেকে উত্তর দিনাজপুর জেলায় ঢোকার সমস্ত রাস্তায় যৌথভাবে নজরাদারি শুরু করল জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তর। কোরোনা আতঙ্কের জেরেই এই নজরদারি করা হয়েছে । শনিবার বিকেল থেকেই বিহার থেকে উত্তর দিনাজপুর জেলায় ঢোকার 13টি রাস্তায় জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের কর্মীরা সড়কপথে আসা গাড়িগুলোর যাত্রীদের পরীক্ষা করা শুরু করেছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনারায়ণ প্রধান জানিয়েছেন, "কোরোনা ভাইরাসের সংক্রমণ রোধে অন্যান্য কার্যকলাপের পাশাপাশি বিহার থেকে এই জেলায় আসা মানুষের উপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।"

বিহার থেকে এই জেলায় ঢোকার জন্য ছোটো-বড় মিলিয়ে মোট 13টি রাস্তা রয়েছে। ওই স্থানগুলি চিহ্নিত করার পর সংশ্লিষ্ট BMOH ও BDO'র দপ্তরের কর্মীরা যৌথভাবে নজরদারির কাজ শুরু করেছে। বিহার থেকে আসা প্রতিটি মানুষকে পরীক্ষা করা হচ্ছে । তাঁদের সর্দি,কাশি বা এই ধরনের কোনও চিহ্ন থাকলে তাদের আলাদা করে পরীক্ষা করা হচ্ছে । প্রয়োজনে কাউকে ভাইরাস সংক্রামিত বলে সন্দেহ হলেই তাকে সেখান থেকেই আইসোলেট করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান ।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গোটা জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে, জেলার বা রাজ্যের বাইরে থেকে এলাকায় কেউ এলে তাঁর শারীরিক অবস্থার প্রতি নজর রাখতে। প্রয়োজনে সংশ্লিষ্ট BMOH-কে সেই তথ্য জানাতে বলা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details