রায়গঞ্জ, 13 জুন: "বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া ৷" আরাবুল-পুত্রের গাড়িতে তাজাবোমা উদ্ধারের ঘটনাকে এভাবেই ব্যাখ্যা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ মঙ্গলবার ভাঙড় 2 ব্লকে মনোনয়ন পেশ করাকে কেন্দ্র করে বোমাবাজি ও গুলি চালনার অভিযোগ উঠেছে ৷ যেখানে পুলিশকর্মীরা আহত হওয়া থেকে, আইএসএফ প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে ৷ যে ঘটনায় ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের গাড়ির ড্যাশবোর্ডে তাজাবোমার ছবি উঠে এসেছে ৷ সেই নিয়েই কটাক্ষ করেন সুকান্ত ৷
এদিন আইএসএফ প্রার্থীরা ভাঙড়-2 ব্লকে পঞ্চায়েতের মনোনয়ন পেশ করতে যান ৷ অভিযোগ সেখানে তাঁদের বাধা দিতে জমায়েত করে তৃণমূলের দুষ্কৃতীরা ৷ 144 ধারা জারি থাকায় পুলিশ তাদের সরাতে গেলে, পালটা বোমাবাজি শুরু করে দুষ্কৃতীরা ৷ এমনকি আইএসএফ প্রার্থীকে গুলি করা হয় বলে অভিযোগ ৷ যে ঘটনায় আরাবুল ইসলাম এবং তাঁর ছেলে হাকিমুলের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ উল্লেখ্য, আরাবুলের ছেলে হাকিমুলের বিলাসবহুল গাড়ির মধ্যেও এ দিন বোমা পাওয়া গিয়েছে ৷ সেই ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিতও হয়েছে ৷