রায়গঞ্জ, 23 অক্টোবর: কালীপুজোর (Kali Puja at Uttar Dinajpur) উদ্বোধনে রায়গঞ্জে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly inaugurates Kali Puja)। প্রিয় অভিনেত্রীকে দেখতে পুজো মণ্ডপে উপচে পড়ল ভক্তদের ভিড় ৷
রবিবার রায়গঞ্জ শহরের মিলনপাড়ার অনামী বয়েজ সুকান্ত ক্লাবের শ্যামা পুজোর উদ্বোধন করলেন টলিউডের অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Inaugurates Kali Puja)। উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী । রায়গঞ্জের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে মিলনপাড়ায় অনামী বয়েজ সুকান্ত ক্লাবের পুজো অন্যতম । এ বছর এই পুজো 67তম বর্ষে পদার্পণ করল ।
প্রতি বছরই পুজোর থিমে দর্শনার্থীদের জন্য নিত্যনতুন ভাবনার চমক দিয়ে থাকেন পুজো উদ্যোক্তারা । এ বার কাল্পনিক মন্দিরের আদলে পুজো মণ্ডপ, মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে দেবীর প্রতিমা ও সুদৃশ্য আলোকসজ্জা দর্শনার্থীদের নজর কেড়েছে । পুজো মণ্ডপে দেবীর নানা রূপ ফুটিয়ে তোলা হয়েছে । সেখানে পৌরাণিক বিভিন্ন রকমের ছবি প্রতিলিপি-সহ তুলে ধরা হয়েছে । থার্মোকল, প্রদীপ, শাঁখা-পলা, লাল কাপড়, শালু এমনই নানা সামগ্রী দিয়ে নির্মিত হয়েছে এ বছরের পুজো মণ্ডপ ।
আরও পড়ুন:4 হাজারেরও বেশি মাটির প্রদীপ ও 6 টন বালিতে কালী প্রতিমা বানালেন সুদর্শন
প্রতি বছরই অনামী বয়েজ সুকান্ত ক্লাব শ্যামা পুজো উদ্বোধনে বাংলা ফিল্মের খ্যাতনামা অভিনেত্রীদের নিয়ে আসে । এ বারেও তার অন্যথা হয়নি । এ বছর এই পুজোর উদ্বোধন করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় । প্রদীপ জ্বালিয়ে ও ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ শাড়ি পরে বাঙালি সাজে সবার মন জয় করে নেন অভিনেত্রী ৷ তাঁকে দেখতে হাজার হাজার মানুষের ভিড় হয় অনামী বয়েজ সুকান্ত ক্লাব প্রাঙ্গণে । অভিনেত্রীকে পাশে নিয়ে ছবি তোলার হিড়িক পড়ে যায় ৷ মঞ্চে উঠে হাত নেড়ে সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানান শুভশ্রী ৷