পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Subhashree Inaugurates Kali Puja: শ্যামা পুজোর উদ্বোধনে শুভশ্রী, ভক্তদের উন্মাদনা রায়গঞ্জে

রায়গঞ্জের (Subhashree Inaugurates Kali Puja) মিলনপাড়ার অনামী বয়েজ সুকান্ত ক্লাবের শ্যামা পুজোর (Kali Puja at Uttar Dinajpur) উদ্বোধন করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly inaugurates Kali Puja)। ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী ।

subhashree-ganguly-inaugurates-kali-puja-at-uttar-dinajpur
শ্যামা পুজোর উদ্বোধনে শুভশ্রী, ভক্তদের উন্মাদনা রায়গঞ্জে

By

Published : Oct 24, 2022, 1:34 PM IST

রায়গঞ্জ, 23 অক্টোবর: কালীপুজোর (Kali Puja at Uttar Dinajpur) উদ্বোধনে রায়গঞ্জে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly inaugurates Kali Puja)। প্রিয় অভিনেত্রীকে দেখতে পুজো মণ্ডপে উপচে পড়ল ভক্তদের ভিড় ৷

রবিবার রায়গঞ্জ শহরের মিলনপাড়ার অনামী বয়েজ সুকান্ত ক্লাবের শ্যামা পুজোর উদ্বোধন করলেন টলিউডের অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Inaugurates Kali Puja)। উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী । রায়গঞ্জের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে মিলনপাড়ায় অনামী বয়েজ সুকান্ত ক্লাবের পুজো অন্যতম । এ বছর এই পুজো 67তম বর্ষে পদার্পণ করল ।

পুজোর উদ্বোধনে শুভশ্রী

প্রতি বছরই পুজোর থিমে দর্শনার্থীদের জন্য নিত্যনতুন ভাবনার চমক দিয়ে থাকেন পুজো উদ্যোক্তারা । এ বার কাল্পনিক মন্দিরের আদলে পুজো মণ্ডপ, মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে দেবীর প্রতিমা ও সুদৃশ্য আলোকসজ্জা দর্শনার্থীদের নজর কেড়েছে । পুজো মণ্ডপে দেবীর নানা রূপ ফুটিয়ে তোলা হয়েছে । সেখানে পৌরাণিক বিভিন্ন রকমের ছবি প্রতিলিপি-সহ তুলে ধরা হয়েছে । থার্মোকল, প্রদীপ, শাঁখা-পলা, লাল কাপড়, শালু এমনই নানা সামগ্রী দিয়ে নির্মিত হয়েছে এ বছরের পুজো মণ্ডপ ।

আরও পড়ুন:4 হাজারেরও বেশি মাটির প্রদীপ ও 6 টন বালিতে কালী প্রতিমা বানালেন সুদর্শন

প্রতি বছরই অনামী বয়েজ সুকান্ত ক্লাব শ্যামা পুজো উদ্বোধনে বাংলা ফিল্মের খ্যাতনামা অভিনেত্রীদের নিয়ে আসে । এ বারেও তার অন্যথা হয়নি । এ বছর এই পুজোর উদ্বোধন করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় । প্রদীপ জ্বালিয়ে ও ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ শাড়ি পরে বাঙালি সাজে সবার মন জয় করে নেন অভিনেত্রী ৷ তাঁকে দেখতে হাজার হাজার মানুষের ভিড় হয় অনামী বয়েজ সুকান্ত ক্লাব প্রাঙ্গণে । অভিনেত্রীকে পাশে নিয়ে ছবি তোলার হিড়িক পড়ে যায় ৷ মঞ্চে উঠে হাত নেড়ে সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানান শুভশ্রী ৷

ABOUT THE AUTHOR

...view details