রায়গঞ্জ, 21 জুলাই : উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ কলেজে ভরতির ফি বাবদ মোটা টাকা নেওয়া হচ্ছে ৷ অন্যান্য কলেজের তুলনায় কালিয়াগঞ্জ কলেজে ভরতির ফি অনেক বেশি ৷ এই অভিযোগ তুলে গতকাল কালিয়াগঞ্জ কলেজ গেটের বাইরে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা ৷ তখনই তাদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷
ছাত্রদের অভিযোগ, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ফি মকুবের নির্দেশ দিলেও তা মানছে না কালিয়াগঞ্জ কলেজ ৷ উলটে ভরতির ফি বাবদ নানা খাতে মোটা টাকা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ ৷ যা অন্য কলেজের তুলনায় অনেক বেশি । এই অভিযোগে গতকাল দুপুরে বৃষ্টির মধ্যেই ছাত্র-ছাত্রীদের একাংশ কালিয়াগঞ্জ কলেজে গেটের সামনে জমায়েত করে বিক্ষোভে দেখাতে শুরু করে । কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থানে পৌঁছায় কালিয়াগঞ্জ থানার পুলিশ । ছাত্র-ছাত্রীদের অভিযোগ, বিক্ষোভ চলাকালীন পুলিশ লাঠিচার্জ করে ৷