পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

থার্ড ইয়ারে ভরতিতে মোটা টাকা নেওয়ার অভিযোগ, কালিয়াগঞ্জ কলেজে বিক্ষোভ - Students protest against extra fees

ছাত্রদের অভিযোগ, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ফি মকুবের নির্দেশ দিলেও তা মানছে না কালিয়াগঞ্জ কলেজ ৷ উলটে ভরতির ফি বাবদ মোটা টাকা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ ৷

Kaliaganj College
Kaliaganj College

By

Published : Jul 21, 2020, 5:26 AM IST

রায়গঞ্জ, 21 জুলাই : উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ কলেজে ভরতির ফি বাবদ মোটা টাকা নেওয়া হচ্ছে ৷ অন্যান্য কলেজের তুলনায় কালিয়াগঞ্জ কলেজে ভরতির ফি অনেক বেশি ৷ এই অভিযোগ তুলে গতকাল কালিয়াগঞ্জ কলেজ গেটের বাইরে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা ৷ তখনই তাদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷

ছাত্রদের অভিযোগ, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ফি মকুবের নির্দেশ দিলেও তা মানছে না কালিয়াগঞ্জ কলেজ ৷ উলটে ভরতির ফি বাবদ নানা খাতে মোটা টাকা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ ৷ যা অন্য কলেজের তুলনায় অনেক বেশি । এই অভিযোগে গতকাল দুপুরে বৃষ্টির মধ্যেই ছাত্র-ছাত্রীদের একাংশ কালিয়াগঞ্জ কলেজে গেটের সামনে জমায়েত করে বিক্ষোভে দেখাতে শুরু করে । কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থানে পৌঁছায় কালিয়াগঞ্জ থানার পুলিশ । ছাত্র-ছাত্রীদের অভিযোগ, বিক্ষোভ চলাকালীন পুলিশ লাঠিচার্জ করে ৷

পড়ুয়াদের অভিযোগ, কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ফি মকুবের নির্দেশ দিয়েছে । ইতিমধ্যেই ইটাহার সহ অনেক কলেজ সেই নির্দেশ পালন করছে । কিন্তু কালিয়াগঞ্জ কলেজ সেই নির্দেশিকা মানছে না ৷ তৃতীয়বর্ষে ভরতিতে চার হাজার টাকা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ । সেই সঙ্গে টিউশন ফি ছাড়াও আরও 25 টি খাতে ফি আদায় করছে কালিয়াগঞ্জ কলেজ ।

যদিও, অভিযোগ অস্বীকার করেছেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ পীযূষ কুমার দাস ৷ তিনি বলেন, "ভরতির ফি বাড়ানো হয়নি কালিয়াগঞ্জ কলেজে । যেহেতু টিউশন ফি মকুবের সরকারি কোনও নির্দেশিকা এখনও আসেনি । তাই সরকারি নির্দেশ না আসা পর্যন্ত টিউশন ফি মকুবের পথে হাটতে পারছে না কলেজ কর্তৃপক্ষ৷"

আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details