রায়গঞ্জ, 15 জুন : বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ফি মকুব করতে হবে । এই দাবিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিক্ষোভ দেখালেন । তাঁদের অভিযোগ, ফি মকুবের বদলে কিছু বিভাগে অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে । যার জেরে চরম সমস্যায় পড়েছেন তাঁঁরা । সেই কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে ।
এর আগে এক দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন পড়ুয়ারা । সেইসময় এই বিষয়ে ভেবে দেখার কথা বলা হলেও বাস্তবে তা হয়নি বলে অভিযোগ পড়ুয়াদের । রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের বিভিন্ন বিভাগে প্রায় এক হাজার পড়ুয়া ফি মকুবের দাবি তুলেছিলেন । অভিযোগ, এরপরে ফি জমার জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল । বর্তমানে স্কুল-কলেজ পুরোপুরি বন্ধ । এই অসময়ে আর্থিকভাবে পিছিয়েপড়া পড়ুয়ারা কীভাবে তাঁদের ফি দেবেন সে বিষয়ে প্রশ্ন উঠেছিল । বারবার এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানানো হয় । কিন্তু কোনও সাহায্য মেলেনি । এর প্রতিবাদে আজ বিশ্ববিদ্যালয়ের গেটে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন পড়ুয়ারা । পরে বিশ্ববিদ্যালয় আধিকারিকদের সঙ্গে দেখা করে তাঁঁদের দাবির কথা জানান ।