পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিক্ষক দিবসে স্কুলে হিন্দি গানের তালে উদ্দাম নাচ ছাত্রদের - students are dancing in hindi song

শিক্ষক দিবসে স্কুলে হিন্দি গানের তালে ছাত্রদের উদ্দাম নাচ ৷ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সরলাসুন্দরী হাইস্কুলের ঘটনা ৷ গতকাল নাচের সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷

স্কুলে হিন্দি গানের তালে উদ্দাম নাচ ছাত্রদের

By

Published : Sep 7, 2019, 7:26 AM IST

Updated : Sep 7, 2019, 12:59 PM IST

রায়গঞ্জ, 7 সেপ্টেম্বর : মাইকে চলছে হিন্দি গান ৷ গানের তালে স্কুলের মধ্যেই ছাত্রদের উদ্দাম নাচ ৷ নাচের চোটে কেউ শার্টের বোতাম পর্যন্ত খুলে ফেলেছে ৷ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সরলাসুন্দরী হাইস্কুলের ঘটনা ৷ গতকাল নাচের সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, শিক্ষকদের উপস্থিতিতে এই ঘটনা ঘটেনি ৷ সম্ভবত অনুষ্ঠান শেষে মাইক খুলতে আসা কর্মীদের উপস্থিতিতে ঘটনাটি ঘটে ৷ স্কুলের নাম বদনাম করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভিডিয়ো তুলে ছড়ানো হয়েছে ৷

বৃহস্পতিবার শিক্ষক দিবসের অনুষ্ঠান উপলক্ষ্যে স্কুলে প্যান্ডেল করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ ভিডিয়োয় যেমনটা দেখা যাচ্ছে, ছাত্ররা হিন্দি গানের তালে উদ্দাম নাচ করছে ৷ শুক্রবার সকালে থেকেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিয়োটি ৷ স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে স্কুল কর্তৃপক্ষ ৷ তবে কে বা কারা ভিডিয়ো তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেছে তা জানা যায়নি ৷

এ বিষয়ে স্কুলের শিক্ষক কৌশিক দত্ত বলেন, "আমরা স্কুলের অনুষ্ঠানে কখনোই এই ধরনের নাচের ব্যবস্থা করিনি । দিনভর আমাদের অনুষ্ঠান ভালোভাবে চলেছে । কে বা কারা কখন এই কাজ করেছে তার খোঁজ নিচ্ছি । আমাদের স্কুলের ছবিকে কলুষিত করতেই এমন করা হয়েছে ৷ "

দেখুন সেই অনুষ্ঠানের ভিডিয়ো

স্কুলের পরিচালন সমিতির পক্ষে কমলকুমার ঘোষ বলেন, "এই ধরনের অনুষ্ঠানের অনুমতি কে বা কারা দিল তার খোঁজ নিচ্ছি । ভিডিয়োটি আমিও সোশাল মিডিয়ায় দেখেছি । ভিডিয়োয় কোনও শিক্ষককে দেখা যাচ্ছে না । তাই তাদের অনুপস্থিতিতে কীভাবে এই ধরনের একটি অনুষ্ঠান করা হল খোঁজ নিচ্ছি ।"

Last Updated : Sep 7, 2019, 12:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details