পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফেল উচ্চমাধ্যমিকে, চোপড়ায় পাস করানোর দাবিতে পথ অবরোধ ছাত্রীদের - চোপড়া

পাস করানোর দাবিতে 31নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল চোপড়া হাইস্কুলের অকৃতকার্য ছাত্রীরা ৷ পরীক্ষা না হওয়া সত্ত্বেও কীভাবে আগের পরীক্ষার ভিত্তিতে তাদের ফেল করিয়ে দেওয়া হল, সেই প্রশ্ন তোলে পড়ুয়ারা ৷ এই ঘটনায় জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয় ৷

Students block National Highway 31 in Chopra North Dinajpur demanding to pass at Higher Secondary Exam
পরীক্ষা না দিয়েও ফেল উচ্চমাধ্যমিকে, চোপড়ায় পাশ করানোর দাবিতে পথ অবরোধ ছাত্রীদের

By

Published : Jul 23, 2021, 6:39 PM IST

রায়গঞ্জ, 23 জুলাই : উচ্চমাধ্যমিক পরীক্ষাই নেওয়া হয়নি, অথচ চোপড়া হাইস্কুলের বহু ছাত্রীকে অকৃতকার্য করে দেওয়া হয়েছে । তার প্রতিবাদে এবং সকল ছাত্রীকে পাস করিয়ে দেওয়ার দাবিতে 31নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল তারা । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় । চোপড়া হাইস্কুলের পড়ুয়াদের জাতীয় সড়ক অবরোধের জেরে যানজট তৈরি হয় ৷ আটকে পড়ে কলকাতা-শিলিগুড়ি গামী বহু যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরি ।

বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে 2021 সালের উচ্চমাধ্যমিকের ফলাফল । পরীক্ষা না হলেও পরীক্ষার্থীদের মাধ্যমিক ও একাদশ শ্রেণির ফলাফলের উপর ভিত্তি করে রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ তাদের ফলাফল প্রকাশ করেছে । এ বছর উচ্চমাধ্যমিকে রাজ্যে পাশের হার 97 শতাংশের বেশি । এত পাশের হারেও উত্তর দিনাজপুর জেলার চোপড়া হাইস্কুলের বহু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ফেল করেছে । আর সেই সব ছাত্রীরা তাদের পাশ করানো দাবি 31নং জাতীয় সড়ক অবরোধ করে ৷ ছাত্রীদের বক্তব্য, তারা পরীক্ষাই দিল না, অথচ তাদের ফেল করিয়ে দেওয়া হয়েছে । এই ফল তারা মানবে না ৷ আর তারই প্রতিবাদে এবং স্কুলের সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় চোপড়া হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রীরা ।

আরও পড়ুন : HS Result 2021: উচ্চ মাধ্যমিকে পাশের হার 97.69%; প্রথম দশে 86, প্রথম মুর্শিদাবাদের মেয়ে

চোপড়া 31নং নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে দেখায় তারা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী । কিন্তু, পুলিশ তাদের উঠে যেতে বললেও তারা সে কথায় কর্ণপাত করেনি ৷ পরে অবশ্য পুলিশ তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয় ৷ অন্যদিকে, দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে রাখায় আটকে পড়ে বহু যাত্রীবাহী বাস সহ অন্যান্য যানবাহন-সহ পণ্যবাহী গাড়ি ৷

ABOUT THE AUTHOR

...view details