পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রেমিকের মোবাইল ফোন বন্ধ, অভিমানে আত্মঘাতী কিশোরী - today news on class ten student suicide at Raigunj

প্রেমিকের সঙ্গে ঝগড়া ৷ পরিবারের অভিযোগ, প্রেমিক মোবাইল ফোন বন্ধ করে রাখায় অভিমানে আত্মঘাতী কিশোরী ৷ রায়গঞ্জের মারাইকুড়া গ্রামের ঘটনা ৷

suicidal death at Raigunj
আত্মঘাতী কিশোরী

By

Published : Dec 3, 2019, 10:33 PM IST

রায়গঞ্জ, 3 ডিসেম্বর : প্রেমিক ঝগড়া করে মোবাইল ফোন বন্ধ করে রেখেছে ৷ আর তাতেই অভিমানে আত্মঘাতী কিশোরী ৷ পরিবারের অভিযোগ এমনই ৷ রায়গঞ্জের মারাইকুড়া গ্রামের ঘটনা ৷

মৃত কিশোরীর নাম রিশিকা সাহা (16) । মারাইকুড়া ইন্দ্রমোহন হাইস্কুলের ক্লাস টেনে পড়ত । রিশিকার দাদু জীবন চন্দ সাহা বলেন, রিশিকার মা সকালে কাজে গেছিলেন ৷ তিনি বাজার গেছিলেন ৷ রিশিকা তাঁকে বলেছিল বাজার করে আনতে ৷ বাজার করে বাড়িতে ফিরে রিশিকাকে ঝুলন্ত অবস্থায় দেখেন ৷ স্কুল ইউনিফর্মের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়েছিল সে ৷ তাকে ওই অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে ৷ তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷

জীবনবাবু আরও জানান, তাঁর নাতনির সঙ্গে এক যুবকের পরিচয় ছিল ৷ পরিবারের বক্তব্য, দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল ৷ সেই যুবকের সঙ্গে সোমবার রাতে ফোনে রিশিকার ঝগড়া হয়েছিল ৷ পরদিন ওই যুবকের ফোন বন্ধ ছিল ৷ পরিবারের অভিযোগ, সে কারণেই হয়ত মানসিক অবসাদের জন্যই সে আত্মঘাতী হয়েছে ৷

তবে ঠিক কী কারণে আত্মঘাতী ওই কিশোরী তা খতিয়ে দেখা হচ্ছে ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details