রায়গঞ্জ, 13 জুলাই : স্কুল চলাকালীন বাইরের লোকজনের সঙ্গে কোনওভাবেই কথা বলা যাবে না । কড়া এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই জল অপচয় রুখল ক্লাস 6-এর ছাত্রী কথা সেন । ঘটনাটি রায়গঞ্জের উকিলপাড়ার ।
জল অপচয় বন্ধ করে ক্লাস সিক্সের কথাই রোল মডেল ! - Raiganj
রায়গঞ্জ বালিকা বিদ্যালয়ের ক্লাস 6-এর ছাত্রী কথা সেনকে রোল মডেল করার চিন্তা পৌরসভার চেয়ারম্যানের ।
কথা রায়গঞ্জ বালিকা বিদ্যালয়ের ছাত্রী । গতকাল ক্লাসের ফাঁকে জানালা দিয়ে তাকিয়ে দেখে পাশে বিয়ে বাড়ি চলছে । সেখানে কল থেকে অবিরাম জল পড়ে যাচ্ছে । সেদিকে কারোর খেয়াল নেই । তখন কথা চিৎকার করে রান্নার কর্মীদের জল বন্ধ করার জন্য বলে । কথার কথায়, "বাবা-মায়ের কাছে পৃথিবীতে জলের ভাণ্ডার কমে যাওয়ার কথা শুনেছিলাম । আমি নিজেও আর জল অপচয় করি না । গতকাল স্কুলের সামনের একটি অনুষ্ঠান ভবনে রান্নার কর্মীরা জলের কল চালিয়ে অন্য কাজে চলে যান । জলের অপচয় দেখে আমি থাকতে না পেরে 20-25 বার চিৎকার করি জল বন্ধ করার জন্য । আমার চিৎকার শুনতে পেয়ে অবশেষে রান্নার কর্মীরা এসে জল বন্ধ করেন ।"
কথার এই পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস । গতকালই রায়গঞ্জ পৌরসভার তরফ থেকে 16টি কল চিহ্নিত করে স্টপ কক লাগানো হয়েছে । তারই মাঝে এমন একটি খবর পেয়ে উচ্ছ্বসিত চেয়ারম্যান সন্দীপবাবু । কথার এই পদক্ষেপে তাকে রোল মডেল করার চিন্তাভাবনাও শুরু করেছেন তিনি ।