রায়গঞ্জ, 5 ডিসেম্বর :পরিচিত মেয়েতে নিয়ে টানাপোড়েনের জেরে নাবালক ছাত্রকে কুপিয়ে হত্যা করল বন্ধু (minor student was hacked to death by his friend) । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার মাটিয়ারি গ্রামে ।
ইসলামপুরের পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন, বান্ধবীঘটিত সমস্যার জেরেই ওই ছাত্রকে খুন করা হয়েছে । ঘটনায় অভিযুক্ত অমিত বিশ্বাস নামে মৃতের ওই বন্ধুকে পুলিশ গ্রেফতার করেছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশি জেরায় অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে । ধৃতকে আজ জুভেনাইল আদালতে তোলা হয়েছে ।
বান্ধবীঘটিত সমস্যার জেরে বন্ধুর হাতে খুন সপ্তম শ্রেণির ছাত্র ৷ স্থানীয়সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর থেকে বাড়িতে ফেরেনি বিশাল ৷ সেদিন রাতেই বাড়ির পাশে একটি জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় ৷ হাত-পা বাঁধা অবস্থায় তাকে পাওয়া যায় । স্থানীয় কিষানগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষনা করা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, বান্ধবীঘটিত বিষয় নিয়ে বিশাল তাকে ব্ল্যাকমেল করত বলে ধৃত অমিত জানিয়েছে । সেই রাগেই বিশালকে জঙ্গলে নিয়ে গিয়ে প্রথমে গলা টিপে শ্বাসরোধ করা হয় । পরে তার হাতের শিরা কেটে দিয়ে খুন করা হয় । খুনের ঘটনায় আর কেউ জড়িত কিনা পুলিশ খতিয়ে দেখছে ৷
আরও পড়ুন :Man Died Police Custody in Nadia: নদিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে