পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Plastic bottle home for stray dogs : পথকুকুরদের জন্য প্লাস্টিক বোতলের ঘর, কলেজ পড়ুয়ার প্রশংসায় শ্রীলেখা - Plastic bottle home for stray dogs

প্লাস্টিক বোতল দিয়ে ঘর বানিয়ে পথকুকুরদের ঠান্ডার হাত থেকে বাঁচানোর চেষ্টায় মগ্ন রায়গঞ্জের কলেজছাত্রী স্বপ্না পোদ্দার (Raiganj college student builds plastic bottle home for stray dogs) ৷ সেই খবর আগেই মানুষের কাছে পৌঁছে দিয়েছে ইটিভি ভারত ৷ কলেজ ছাত্রীর এই মানবিক উদ্যোগের কথা জানতে পেরে তাঁর প্রশংসায় ভিডিয়ো বার্তা পাঠালেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷

Raiganj News
স্বপ্নার প্রশংসায় ভিডিয়ো বার্তা পাঠান শ্রীলেখা

By

Published : Jan 6, 2022, 10:52 PM IST

রায়গঞ্জ, 6 জানুয়ারি : পথকুকুরদের জন্য ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে ঘর তৈরি করে অনন্য পশুপ্রেমের নজির গড়েছেন রায়গঞ্জের কলেজ ছাত্রী স্বপ্না পোদ্দার ৷ সেই খবর ইটিভি ভারতে দেখার পর তাঁকে উৎসাহিত করে ভিডিয়োর মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra praises Raiganj college student) । স্বপ্নার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন টলিউড অভিনেত্রী ।

রায়গঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তুলসীতলার বাসিন্দা স্বপ্না ৷ ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকের বোতল কুড়িয়ে যেমন পরিবেশ দূষণ রোধ করছেন, তেমনই প্রবল ঠান্ডায় ভোগান্তির হাত থেকে খানিকটা হলেও বাঁচাতে পেরেছেন পথকুকুরদের ৷ উত্তরবঙ্গের এই প্রবল শীতে মাথা গোঁজার আশ্রয় পেয়েছে সারমেয়রা ৷

স্বপ্নার প্রশংসা করে ভিডিয়ো বার্তা পাঠান শ্রীলেখা

মূলত শীতের সময় পথকুকুররা রাস্তায় ঠান্ডায় ভীষণ কষ্ট পায় ৷ মারাও যায় অনেক কুকুর ছানা ৷ সেকথা ভেবেই তাঁর এই উদ্যোগ বলে জানিয়েছেন স্বপ্না ৷ তাঁর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জের বাসিন্দারা, পশুপ্রেমীরা ৷ এমন ঘটনার কথা জানতে পেরে আর এক পশুপ্রেমী অভিনেত্রী শ্রীলেখা মিত্রও ভিডিয়ো বার্তায় স্বপ্নাকে ধন্যবাদ জানিয়েছেন ৷ পাশাপাশি বাকিদের কাছেও এই ধরনের কাজে এগিয়ে আসার জন্য আবেদন রেখেছেন ৷

আরও পড়ুন : Home for Stray Dogs : কলেজ পড়ুয়া ছাত্রীর উদ্যোগে রায়গঞ্জে পথকুকুরদের ঘর

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details