রায়গঞ্জ , 18 মে : কয়েকদিন ধরে রাজ্যে ফিরছেন শ্রমিকরা ৷ এরকমই 226 জন শ্রমিক আগামীকাল রাজ্যে ফিরবেন ৷ তাঁরা প্রত্যেকেই উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা ৷ আগামীকাল ভোরে তাঁদের রায়গঞ্জ স্টেশনে নামার কথা ৷ তার আগে রায়গঞ্জ স্টেশন পরিদর্শনে আসেন উত্তর দিনাজপুর জেলা পুলিশ-প্রশাসনের কর্তারা ।
আগামীকাল ভোরে দানকাউর-নিউ কোচবিহার স্পেশাল ট্রেনে আসাবেন রায়গঞ্জের বিভিন্ন ব্লকের শ্রমিকরা । তাঁদের যথাযথ পরিষেবা দিতে উপযুক্ত ব্যবস্থাপনা প্রয়োজন ৷ আজ তা খতিয়ে দেখেন উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক রিনা যোশী , রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফোনিং , রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস , উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান সহ অন্যরা ।