পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুজাহিদিনের নামে সিডি : প্রেস ক্লাব পরিদর্শনে এসটিএফ - মুজাহিদিন

হিজবুল মুজাহিদিনের (Hizbul Mujahideen) নাম করে উত্তর দিনাজপুর (North Dinajpur) প্রেস ক্লাবে সিডি পাঠানোর ঘটনায় তদন্তে নামল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force) ৷ প্রেস ক্লাব চত্বর পরিদর্শন করে এসটিএফ-এর চার সদস্যসের প্রতিনিধি দল ৷

special task force visits north dinajpur press club after hizbul mujahideen threat
মুজাহিদিনের নামে সিডি: প্রেস ক্লাব পরিদর্শনে এসটিএফ

By

Published : Jul 20, 2021, 10:32 AM IST

রায়গঞ্জ, 20 জুলাই : হিজবুল মুজাহিদিনের (Hizbul Mujahideen) নাম করে উত্তর দিনাজপুর (North Dinajpur) প্রেস ক্লাবে সিডি পাঠানো ও হুমকি দেওয়ার ঘটনায় প্রেস ক্লাব চত্বর পরিদর্শন করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force)। যদিও এসটিএফ বাহিনীর চার সদস্যসের প্রতিনিধি দল কোনও ছবি তুলতে দেয়নি ।

প্রেস ক্লাব ভবনের বাইরে থেকে পরিদর্শন করেন তাঁরা । শুধু প্রেস ক্লাব ভবনই নয়, প্রেস ক্লাব ভবন চত্বর ছাড়াও আশপাশের এলাকাও ঘুরে দেখেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা । গত 17 জুলাই সকালে রায়গঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায় উত্তর দিনাজপুর প্রেস ক্লাব ভবনে সাংবাদিকেরা গিয়ে দেখতে পান, কেউ হিজবুল মুজাহিদিনের নাম করে একটি প্ল্যাস্টিকের প্যাকেটে সিডি রেখে গিয়েছে বারান্দায় ৷ তার সঙ্গে একটি হুমকি-সহ চিরকুটও ছিল ।

এরপরই প্রেস ক্লাবের পক্ষ থেকে খবর দেওয়া হয় পুলিশকে । রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা-সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায় । হিজবুল মুজাহিদিনের নামে পাঠানো সিডির ভিডিয়োর সত্যতা যাচাইয়ে করে দেখছে রায়গঞ্জ জেলা পুলিশ । শুরু হয়েছে তদন্ত ।

এই ঘটনার একদিন পরে সোমবার রায়গঞ্জের উত্তর দিনাজপুর প্রেস ক্লাব ভবন চত্বরে যায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ-এর চার সদস্যের প্রতিনিধি দল । তবে ওই প্রতিনিধি দল প্রেস ক্লাব ভবনের ভেতরে প্রবেশ করেনি বা প্রেস ক্লাবে থাকা কোনও সাংবাদিকের সঙ্গে কথাও বলেনি ।

ABOUT THE AUTHOR

...view details