পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তর দিনাজপুরে কমছে ক্রাইম, পথ দেখাচ্ছে স্পেশাল অপারেশন গ্রুপ - উত্তর দিনাজপুরে কমেছে অপরাধ

এই গ্রুপের মূল কাজ ছিল জেলা থেকে যে কোনও উপায়ে অপরাধ দমন করা। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার, এই অপরাধ কমানোর কথা মাথায় রেখেই গত বছর সেপ্টেম্বর মাসে তৈরি করেছিলেন স্পেশাল অপারেশন গ্রুপ বা SOG। তাঁর দাবি, এই দল যথাযথভাবে তাদের কাজ সম্পন্ন করে যাচ্ছে । 2017-2018-র তুলনায় এবছর জেলায় অপরাধের ঘটনা অনেকটাই কমেছে বলে দাবি তাঁর ৷

উত্তর দিনাজপুর

By

Published : Sep 11, 2019, 7:59 PM IST

Updated : Sep 11, 2019, 9:34 PM IST

রায়গঞ্জ, 11 সেপ্টেম্বর : অপরাধ রুখতে উত্তর দিনাজপুরের জেলা পুলিশ 2018 সালের সেপ্টেম্বর মাসে তৈরি করেছিল স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) । বছরখানেকের মধ্যে এই গ্রুপের ফলাফলে উচ্ছ্বসিত জেলা পুলিশ কর্তারা । তাঁদের দাবি, মাত্র বছর খানেকের মধ্যে এই গ্রুপের পারফরম্যান্স চমকপ্রদ । কমেছে ক্রাইম রেটও ৷


উত্তর দিনাজপুর জেলায় রয়েছে দীর্ঘ 187 কিলোমিটার বিস্তৃত জাতীয় সড়ক । এই জেলার প্রায় 200 কিলোমিটারের বেশি এলাকা জাতীয় ও আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ঘেরা । স্বাভাবিকভাবেই, দেশের বিভিন্ন জায়গায় অপরাধ করে এই জেলার রাস্তা ও সীমান্ত পার করে সহজেই গা ঢাকা দিতে সক্ষম হয় অপরাধীরা । তাই অপরাধীদের কাছে পছন্দের তালিকার শীর্ষস্থানে রয়েছে উত্তর দিনাজপুর জেলা । যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল উত্তর দিনাজপুর জেলা পুলিশ তথা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের । বিভিন্ন সময় এই জেলা থেকে অন্য রাজ্য বা দেশের অন্য প্রান্তে অপরাধ করে আসা দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে পুলিশ । যদিও জেলা পুলিশের দায়িত্বভার কাঁধে নেওয়ার পর পুলিশ সুপার সুমিত কুমার এই অপরাধ কমানোর কথা মাথায় রেখেই 2018-র সেপ্টেম্বরে তৈরি করেছিলেন স্পেশাল অপারেশন গ্রুপ বা SOG ।


কী এই SOG

এই গ্রুপের মূল কাজ ছিল জেলা থেকে যে কোনও উপায়ে অপরাধ দমন করা। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার, এই অপরাধ কমানোর কথা মাথায় রেখেই গত বছর সেপ্টেম্বর মাসে তৈরি করেছিলেন স্পেশাল অপারেশন গ্রুপ বা SOG। তাঁর দাবি, এই দল যথাযথভাবে তাদের কাজ সম্পন্ন করে যাচ্ছে । 2017-2018-র তুলনায় এবছর জেলায় অপরাধের ঘটনা অনেকটাই কমেছে বলে দাবি তাঁর ৷

এক ঝলকে দেখে নেওয়া যাক SOG-র সাফল্যের খতিয়ান : জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, 2017 -2018 সালের সেপ্টেম্বর থেকে জুন মাস পর্যন্ত জেলায় মোট 3টি ডাকাতি, 26 টি রবারি, 81টি খুন, 14 টি কাল্পাবল হোমিসাইড, 33টি দাঙ্গা, 108টি ধর্ষণসহ 777টি মহিলাদের উপর অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছিল । এরপরই জেলা পুলিশ সুপার স্পেশাল অপারেশন গ্রুপ তৈরি করেন । তার পরের পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বর 2018 থেকে জুন 2019 পর্যন্ত অপরাধের লিস্ট যথাক্রমে 19টি রবারি, 63টি খুন, 4টি কাল্পাবল হোমিসাইড, 28টি দাঙ্গা, 79টি ধর্ষণের মামলা সহ মহিলাদের উপর অন্য অপরাধের অভিযোগ জমা পড়েছিল 719টি । অপরাধের মাত্রা কমার ক্ষেত্রে অন্য পুলিশের সঙ্গে SOG-র গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেই মনে করছেন জেলা পুলিশ সুপার ।

চলতি বছরের জুন মাসের চার তারিখে চোপড়া থানার S.I প্রবীণ গুরুঙের উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । সেই সময় অপরাধীদের ধরার পাশাপাশি ওই S.I-কে দ্রুত চিকিৎসা দেওয়ার কাজে সাহায্য করেছিল SOG ও জেলা পুলিশ সুপার । জেলা পুলিশ সুপার সুমিত কুমার ও SOGসহ রাজ্য পুলিশ দপ্তরকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবীণবাবু ৷ এখন তিনি সুস্থ অবস্থায় নিজের কর্তব্য পালন করছেন । উত্তর দিনাজপুর জেলা পুলিশের একাংশের বক্তব্য, SOG-র সদস্যদের সুবিধে-অসুবিধেয় পাশে দাঁড়ায় জেলা পুলিশ ৷ এই ঘটনা তারই প্রমাণ দেয় ৷

কাজে যোগ দেওয়ার পর জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানাচ্ছেন প্রবীণ গুরুঙ

পুলিশ সুপার সুমিত কুমার বলেন ,"SOG তৈরি হওয়ার পর অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে । এই দলটি বিশেষভাবে সক্ষম একটি দল, যারা দ্রুত অপরাধের কিনারা করতে পারে । অনেক ক্ষেত্রে সূত্রবিহীন ঘটনার তদন্ত করে তা সমাধান করতে পেরেছে স্পেশাল অপারেশন গ্রুপ ।"

দেখুন ভিডিয়োয়
Last Updated : Sep 11, 2019, 9:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details