গ্রামবাসী ও মহকুমাশাসকের বক্তব্য রায়গঞ্জ, 8 নভেম্বর: আচমকাই ছুটে আসছে গুলি। কখনও কখনও তা শরীরে স্পর্শও করছে। আহত হচ্ছেন সাধারণ মানুষ। তবে এ কোনও খেলনা বন্দুকের গুলি নয়। একেবারে আসল কার্তুজ। তবে এই গুলি চালনা কোনও দুষ্কৃতী দৌরাত্ম্য নয় ৷ অভিযোগ, বিএসএফের ফায়ারিং রেঞ্জ থেকে মাঝেমাঝেই এভাবে লোকালয়ে ছুটে আসছে গুলি ৷ যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে তা ৷ ঘটনাস্থল রায়গঞ্জ ব্লকের গোবিন্দপুর গ্রাম।
এই গ্রামের লোকালয় থেকে 500 মিটার দূরত্বে রয়েছে বিএসএফের ক্যাম্প। সেখানে একটি ফায়ারিং রেঞ্জ রয়েছে। অর্থাৎ এই জোনে গুলি চালানোর প্রশিক্ষণ হয়। এই গুলি চালানোর প্রশিক্ষণের বিষয়টি নিয়েই তৈরি হয়েছে অসন্তোষ। শুধু অসন্তোষ বললে ভুল হবে। বড়সড় ঝুঁকি বলাই সঠিক। কী সেই ঝুঁকি?
গ্রামবাসীরা বলছেন, এই সমস্যা নতুন নয় । এটি অনেক দিনের সমস্যা । এই ফায়ারিং রেঞ্জে যখন তখন ফায়ারিং হয়। আর সেই সময়ে ওই স্থান থেকে গুলি ছিটকে লোকলয়ে এসে পড়ে ৷ বাড়ি উঠোন কিংবা ছাদ, দোকান বাজারের সামনেও হঠাৎ হঠাৎ গুলি এসে পরে। এর আগে এই গুলির আঘাতে বেশ কয়েকজন আহতও হয়েছেন বলে অভিযোগ। বিএসএফের পক্ষ থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হয়নি। গ্রামবাসীদের দাবী, এতে গ্রামে থাকা দায় হয়ে যাচ্ছে । দোকানে বাজারে মানুষ আসছেন না। এলাকার মানুষেরাও নিরাপত্তার অভাব বোধ করছেন। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনকে জানানো হলেও কোনও সুব্যবস্থা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। তাঁরা চান এই সমস্যা থেকে মুক্তি মিলুক দ্রুত ৷
আরও পড়ুন:লেকটাউনে প্রায় চার টন নিষিদ্ধ শব্দবাজি-সহ ধৃত 3, অসম যাচ্ছিল ট্রাকটি
যদিও এনিয়ে বিএসএফ আলোচনায় বসেনি বলে দাবী গ্রামবাসীদের। এ বিষয়ে মহকুমাশাসক কিংশুক মাইতি জানান, অভিযোগ তিনি শুনেছেন। এব্যাপারে তদন্ত করে সমস্যার বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা করবেন। যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। যদিও এ বিষয়ে বিএসএফের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷