রায়গঞ্জ, 12 মে : দুষ্কৃতীরা চা ফ্যাক্টরিতে লুট করতে এসেছিল। ফ্যাক্টরির ম্যানেজারকে হেনস্থার শিকার হতে দেখে এগিয়ে আসে তাঁর ছেলে। বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয় ম্যানেজারের ছেলে অঙ্কিত খাকি । ইসলামপুর থানার মাটিকুণ্ডা দুই গ্রাম পঞ্চায়েতের বীজবাড়ি এলাকার ঘটনা । অঙ্কিতকে রক্তাক্ত অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে শিলিগুড়ির একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোররাতে ইসলামপুর থানার মাটিকুণ্ডা দুই গ্রাম পঞ্চায়েতের বীজবাড়ি এলাকার একটি টি ফ্যাক্টরিতে আচমকাই কয়েকজন দুষ্কৃতী হানা দেয় । নিরাপত্তারক্ষীর হাত-পা বেঁধে রেখে অফিসের আলমারি ভেঙে জিনিসপত্র তছনছ করে । ম্যানেজারের ঘরে ঢুকে গয়না, মোবাইল , ATM কার্ডসহ বিভিন্ন জিনিস লুট করে তারা । ম্যানেজার অমৃত খাকি দুষ্কৃতীদের বাধা দেন । তাঁকে শারীরিকভাবে হেনস্থা করছে দেখে ছেলে অঙ্কিত ছুটে আসে । দুষ্কৃতীরা তখন অঙ্কিতকে লক্ষ্য করে গুলি চালায় । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে অঙ্কিত । এরপর ঘটনাস্থান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা । অঙ্কিতকে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে পরিস্থিতির অবনতি হলে তাকে পাঠানো হয় শিলিগুড়ির একটি নার্সিংহোমে ।