পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Election 2023: পছন্দের তৃণমূল প্রার্থীকে সমর্থন না করায় সৎ মাকে 'খুন', অভিযুক্ত ছেলে - Panchayat Votes

পঞ্চায়েত নির্বাচন ঘিরে হিংসা এবার পরিবারের অন্দরেও ৷ উত্তর দিনাজপুরে ছেলের পছন্দের প্রার্থীকে সমর্থন না করায় খুন হতে হল মাকে ৷ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ তবে, অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে ৷

Panchayat Election 2023 ETV BHARAT
Panchayat Election 2023

By

Published : Jun 12, 2023, 2:27 PM IST

রায়গঞ্জ, 12 জুন: তাঁর পছন্দের প্রার্থীকে সমর্থন করতে অস্বীকার করায় সৎ মায়ের গলার নলি কেটে খুনের অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরেরর পণ্ডিতপোঁতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খবরগাঁও এলাকায় ৷ অভিযুক্ত তৃণমূল কর্মীর নাম ইশতিয়াক। তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন বাবা আব্দুল শুকুর ৷ মৃত মহিলার নাম আমনা খাতুন ৷ এই ঘটনায় পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে মৃতের পরিবার ৷

জানা গিয়েছে, আব্দুল শুকুর পরিবারকে সঙ্গে নিয়ে গতকাল পাশের গ্রামে বিয়ের অনুষ্ঠানে এক আত্মীয়ের বাড়িতে যান ৷ রাতে আব্দুল শুকুরের ছেলে ইশতিয়াক তাঁর সৎ মা আমনা খাতুনকে বাইকে করে বাড়ি নিয়ে আসে ৷ পরিবারের বাকিরা দেরিতে বাড়ি ফিরেছিলেন ৷ অভিযোগ বাড়িতে ফেরার পর, ইশতিয়াক তাঁর পছন্দের প্রার্থীকে পঞ্চায়েত ভোটে সমর্থনের জন্য চাপ দিতে থাকে ৷ কিন্তু, তৃণমূল কর্মী ছেলের কথায় গুরুত্ব দেননি আমনা খাতুন ৷ তিনি ছেলের প্রস্তাব মানতে রাজি হননি ৷ আর সেই নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় ৷ অভিযোগ, সেই সময় ইশতিয়াক ধারাল অস্ত্র দিয়ে আমনা খাতুনের গলার নলি কেটে দেন ৷

রক্তাক্ত অবস্থায় আমনা খাতুন মাটিতে লুটিয়ে পড়েন ৷ তাঁর চিৎকারে প্রতিবেশীরা সেখানে চলে আসেন ৷ কিন্তু, ততক্ষণে ইশতিয়াক সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ ৷ এরপর প্রতিবেশীরাই বাড়ির বাকি সদস্য এবং পুলিশকে খবর দেন ৷ তাঁরা বাড়ি ফিরে দেখেন আমনা খাতুনের রক্তাক্ত দেহ পড়ে আছে ৷ এই পুরো ঘটনায় ছেলে ইশতিয়াকের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুল শুকুর ৷ কিন্তু, পুলিশের বিরুদ্ধেও মামলার তদন্তে গড়িমসি করার অভিযোগ তুলেছেন তিনি ৷

আরও পড়ুন:প্রার্থী হওয়া নিয়ে বিবাদের জেরে তৃণমূল কর্মীকে গুলি

স্থানীয় সূত্রে খবর, ওই পরিবারের সদস্যদের মধ্যে রাজনৈতিক মতোবিরোধের কারণে অশান্তি শুরু হয়েছিল ৷ প্রায় বাড়ির সদস্য়দের মধ্যে কথা কাটাকাটি চলত ৷ কিন্তু, পঞ্চায়েত ভোট আসতেই, তা আরও তলানিতে এসে ঠেকে ৷ কিন্তু, তা যে রক্তক্ষয়ী আকার নেবে সেটা কেউ বুঝে উঠতে পারেনি ৷ পুলিশ জানিয়েছে, তারা ইশতিয়াকের খোঁজে তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details