পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন বাড়ছে বুঝে সাইকেলে বিহার থেকে বাড়ি ফিরছেন নদিয়ার 11 ফেরিওয়ালা - Raiganj

600 কিলোমিটার দূরে বাড়ি । পথ না পেয়ে শেষমেশ সাইকেল নিয়েই বিহারের সুফলা জেলার মহাবীরচক থেকে নদিয়ার দেবগ্রামে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন 11 জন ।

ছবি
ছবি

By

Published : Apr 13, 2020, 2:15 PM IST

রায়গঞ্জ, 13 এপ্রিল : ভেবেছিলেন এপ্রিলের 15 তারিখে উঠে যাবে লকডাউন । চালু হবে ট্রেন চলাচল বা অন্যান্য পরিবহন পরিষেবা । ফিরে আসতে পারবেন নিজেদের বাড়িতে । তাই লকডাউন খোলা পর্যন্ত অপেক্ষা করছিলেন বিহারে । কিন্তু লকডাউনের মেয়াদ বাড়তে পারে এমন আঁচ করে সাইকেল চেপেই বিহার থেকে নদিয়ার উদ্দেশে রওনা দেন 11 জন ফেরিওয়ালা ।

600 কিলোমিটার দূরে বাড়ি । পথ না পেয়ে শেষমেশ সাইকেল নিয়েই বিহারের সুফলা জেলার মহাবীরচক থেকে নদিয়ার দেবগ্রামে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা । রাস্তার ধারেই রাত কাটিয়ে ফের সাইকেল চালানো শুরু ।

নদিয়া জেলার দেবগ্রাম ডিঙ্গেল গ্রামের বাসিন্দা কালু শেখ, আমিনুল ইসলামসহ 11 জন ফেরি করতে গিয়েছিলেন বিহারে । বিভিন্ন মনোহারি দ্রব্য, খেলনা ও গৃহস্থালির সামগ্রী ফেরি করেন তাঁরা । কিন্তু হঠাৎই দেশে লকডাউন ঘোষণা হয় । বন্ধ হয়ে যায় সমস্ত পরিবহন পরিষেবা । তাই আর বাড়ি ফেরা হয়নি । বিহারেই আটকে পড়েন নদিয়ার ওই 11 জন ফেরিওয়ালা । 15 তারিখ লকডাউন ওঠার আশায় ছিলেন । কিন্তু লকডাউন বাড়তে পারে বুঝেই আর ঝুঁকি নেননি তাঁরা । সাইকেল নিয়েই 600 কিলোমিটার দূরে নদিয়ার বাড়ির উদ্দেশে রওনা দেন কালু শেখরা ।

সাইকেলে চেপে বিহার থেকে ফিরছেন নদিয়া

পথে খাবার বলতে মুড়ি, বিস্কুট আর রাস্তার কলের জল । রাত্রিযাপন রাস্তার ধারেই কোনও বন্ধ দোকানের নিচে। আজ রায়গঞ্জ শহরে পৌঁছেছেন। বাড়ি ফিরতে আরও পথ বাকি ।

ABOUT THE AUTHOR

...view details