রায়গঞ্জ, 22 মে: লকডাউনের জেরে টানা দু'মাস বন্ধ থাকার পর রায়গঞ্জ শহরের কাপড়ের দোকানগুলি বৃহস্পতিবার খোলে । আমফানের দাপটে সেদিন দোকানে ক্রেতার দেখা মেলেনি। আজও ব্যবসা হল না। রায়গঞ্জের ব্যবসায়ীরা মনে করছেন, জেলায় বাড়তে থাকা সংক্রমণই এর কারণ। কোরোনা আতঙ্কে ক্রেতারা বেরোচ্ছেন না ঘর থেকে।
লকডাউনে টানা দুমাস বন্ধ ছিল রায়গঞ্জ শহরের কাপড়ের দোকানগুলি। ব্যবসায়ীরা চৈত্র সেল তথা নববর্ষের বাজার পাননি। বৃ্হস্পতিবার থেকে সরকারি নির্দেশিকায় দোকান খোলেন ব্যবসায়ীরা । যদিও ক্রেতার দেখা মেলেনি। আশা ছিল, বৃহস্পতিবার প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্রেতা না পাওয়া গেলেও শুক্রবার থেকে মিলবে। কিন্তু তেমনটা ঘটল না। যদিও দুদিন পরই ইদ। অন্যদিকে সামনেই জামাইষষ্ঠী।