রায়গঞ্জ, 9 মার্চ: গরম সবে পড়তে শুরু করেছে ৷ আর এখনই দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায় তীব্র জলসংকট ৷ কোথাও কল আছে জল নেই ৷ আবার কোথাও অনেক দূরে গিয়ে আনতে হচ্ছে জল ৷ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রামের ছবিটাও একইরকম ৷ চরম জলকষ্টে ভুগছেন সেখানকার কয়েক হাজার গ্রামবাসী (Severe drinking water crisis in North Dinajpur) ৷
প্রতিবছরই বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন প্রত্যন্ত লক্ষ্মীডাঙা, প্রধান পাড়া, শাসন, ডাঙাপাড়া, শিয়ালডাঙি, বালুফারা, ছোবোরিয়া, জামবাগান, ভেস্টুলি, সিধার, জলাপার, বড়বাড়ি এই সব এলাকায় ফাল্গুন থেকে বৈশাখ মাস পর্যন্ত ব্যাপক জলকষ্ট দেখা দেয় । এখন এক বালতি জলের জন্য গ্রামবাসীদের পাড়ি দিতে হচ্ছে কয়েক কিলোমিটার পথ ৷ যার ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে গ্রামের সাধারণ মানুষের ।
বাড়িতে বসানো আছে নলকূপ ৷ কিন্তু ওই সব নলকূপ থেকেও জল না-পড়ায় ভোগান্তির শিকার হচ্ছেন কয়েক হাজার গ্রামবাসী। এই সমস্যার সমাধান হিসেবে জনস্বাস্থ্য কারিগরি দফতরের ট্যাপ রয়েছে প্রতিটি এলাকায় । যার দ্বারা পরিষেবা গ্রহণ করেন গ্রামের মানুষজন । কিন্তু এ বছরে গোঁদের উপরে বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে বিকল পইপলাইন । যার জেরে এখন প্রবল সমস্যায় পড়েছেন গ্রামের সাধারণ মানুষ ।