রায়গঞ্জ, 2 অগাস্ট : ফুঁসছে উত্তর দিনাজপুরের কুলিক নদী । শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে ইতিমধ্যেই নদীর জল ঢুকতে শুরু করে দিয়েছে । অনেক বাড়িতেও জল ঢুকে গেছে । দুর্ভোগে কয়েক হাজার মানুষ । পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ।
দিন কয়েক আগেই কুলিক নদীর উপর তৈরি বাঁধের সুইস গেট লিক করে প্লাবিত হয়েছিল রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি ওয়ার্ড । সে-সময় লকডাউনের মধ্যেও তড়িঘড়ি সুইস গেটের ভাঙা অংশ মেরামত করে দিয়েছিল জেলা সেচবিভাগ এবং রায়গঞ্জ পৌরসভা । এরপর নদীর জল কমতে শুরু করায় ধীরে ধীরে প্লাবিত এলাকার জল নেমে যায় । কিন্তু আচমকাই গত দু'দিন ধরে কুলিক নদীর জলস্তর বাড়তে শুরু করে । বাঁধের সুইস গেটের মেরামত করা অংশ দিয়ে ফের জল প্রবেশ করতে থাকে । আবারও নতুন করে রায়গঞ্জ পৌরসভা এলাকার 7,8,22,26 নম্বর ওয়ার্ড-সহ বেশকিছু এলাকায় জল ঢুকে যায় ।