রায়গঞ্জ, 20 জুলাই: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে গেল কলকাতা-শিলিগুড়িগামী বেসরকারি বাস । ইতিমধ্যে মারা গিয়েছেন 2 জন, আহত কমপক্ষে 20 । বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ঘুঘুডাঙা এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে । স্থানীয় বাসিন্দারাই আহত যাত্রীদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ । দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে 34 নম্বর জাতীয় সড়ক ।
Kolkata-Siliguri Bus Accident: দুর্ঘটনার কবলে কলকাতা-শিলিগুড়িগামী বাস, মৃত 2, আহত 20 - undefined
34 নম্বর জাতীয় সড়কে উলটে গেল যাত্রীবোঝাই বেসরকারি বাস (Bus Accident) ৷ মৃত্যু হয়েছে 2 জনের ৷
নিয়ন্ত্রণ হারিয়ে বাস উলটে মৃত 2
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে অসম যাওয়ার উদ্দেশ্যে বাসটি রওনা দিয়েছিল । এদিন সকালে 34 নম্বর জাতীয় সড়কে যাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি হাস্কিং মিলের ফ্যাক্টরির ভিতরে ঢুকে উলটে যায় । দুর্ঘটনার সময় বাসে ছিলেন প্রায় 70 জন যাত্রী । বাসটিতে বেশ কিছু বাংলাদেশি নাগরিকও ছিলেন বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন: অজয় নদে অস্থি ভাসাতে গিয়ে দুর্ঘটনা, গাড়ি উলটে আহত 4
Last Updated : Jul 20, 2022, 11:24 AM IST