রায়গঞ্জ, 26 মে : উত্তর দিনাজপুর জেলায় আরও সাতজনের দেহে মিলল কোরোনা ভাইরাস। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 50 পেরিয়ে গেল। সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53। যদিও ওয়াকিবহাল মহলের দাবি, এই সংখ্যা আরও বাড়বে লালারস পরীক্ষার রিপোর্ট হাতে এসে পৌঁছালে ।
উত্তর দিনাজপুরে কোরোনায় আক্রান্ত আরও 7, পেরোলো 50-এর গণ্ডি
গতরাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের তরফে ছয়জন নতুন কোরোনা আক্রান্ত রোগীর তথ্য দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগকে। তাঁরা ইসলামপুর মহাকুমার বাসিন্দা বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। এছাড়া একজন রায়গঞ্জ মহকুমা থেকে আক্রান্ত হয়েছেন।
গতরাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের তরফে ছয়জন নতুন কোরোনা আক্রান্ত রোগীর তথ্য দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগকে। তাঁরা ইসলামপুর মহকুমার বাসিন্দা বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। এছাড়া একজন রায়গঞ্জ মহকুমা থেকে আক্রান্ত হয়েছেন । তাঁর রিপোর্ট এসেছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে। প্রত্যেকেই ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি তাঁরা জেলায় ফিরেছেন।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানিয়েছেন, আক্রান্তদের সংশ্লিষ্ট COVID হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।