পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশকর্মীদের জন্য পৃথক কোয়ারানটাইন সেন্টার তৈরি ইসলামপুরে - কোয়ারানটাইন সেন্টার

লকডাউনকে সফল করতে এবং কোরোনা সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এলাকায় পুলিশকর্মীরা সদা তৎপর । কখনও হাসপাতলে, আবার কখনও গ্রামে গ্রামে কিংবা রাস্তায়, আবার কখনও বা কোয়ারানটাইন সেন্টারে ছুটছেন । তাই তাঁদের জন্য ইসলামপুরে পৃথক কোয়ারানটাইন সেন্টার তৈরি করল জেলা পুলিশ।

aa
আইসোলেশন ওয়ার্ড

By

Published : Apr 23, 2020, 11:59 AM IST

রায়গঞ্জ, 23 এপ্রিল: আগাম সতর্কতায় এবার ইসলামপুরে পুলিশের জন্য তৈরি হল পৃথক কোয়ারানটাইন সেন্টার । জেলা স্বাস্থ্য বিভাগ ও ইসলামপুর জেলা পুলিশের যৌথ উদ্যোগে এই সেন্টার তৈরি করা হয়েছে । যদি কোনও পুলিশকর্মী সংক্রমিত হয়ে পড়েন তাঁকে সেখানে রাখা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা ।

লকডাউনকে সফল করতে এবং কোরোনা সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশকর্মীরা সদা তৎপর । কখনও হাসপাতালে, কখনও গ্রামে গ্রামে কিংবা রাস্তায়, আবার কখনও কোয়ারানটাইন সেন্টারে ছুটছেন । তাই তাঁদের জন্য ইসলামপুরে পৃথক কোয়ারানটাইন সেন্টার তৈরি করেছে জেলা পুলিশ । গোয়ালপোখর এক নম্বর ব্লকের পান্জিপাড়াতে তৈরি করা হয়েছে ওই কোয়ারানটাইন সেন্টার । জনবহুল এলাকার বাইরে সেটি তৈরি করা হয়েছে । 15টি বেড রয়েছে । তবে আপৎকালীন অবস্থায় সাধারণ মানুষও যেতে পারবেন ওই কোয়ারানটাইন সেন্টারে ।

সমস্ত সুবিধাসহ ইতিমধ্যেই সাজিয়ে ফেলা হয়েছে ওই কোয়ারানটাইন সেন্টারটি । পুলিশ সুপার সচিন মক্কর জানিয়েছেন, "আগাম সতর্কতা হিসেবে এই কোয়ারানটাইন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে । এখনও পর্যন্ত কেউ সংক্রমিত হননি । আশা করছি, যাতে এই সেন্টারের কারও প্রয়োজন না হয় ।"

ABOUT THE AUTHOR

...view details