পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Train Wall Art in School: ছিল স্কুল হয়ে গেল ট্রেন! পড়ুয়াদের বিদ্যালয়মুখী করতে অভিনব উদ্যোগ - পড়ুয়াদের বিদ্যালয়মুখী করতে অভিনব উদ্যোগ উত্তর দিনাজপুরে

পড়ুয়াদের স্কুলমুখী করতে হিমসিম খেতে হচ্ছে স্কুল শিক্ষকদের । তাই সমস্ত রকম চিন্তা ভাবনা করে এবার অভিনব উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেন স্কুল কতৃপক্ষ । রঙ তুলির মাধ্যমে একটি আস্ত ট্রেনে পরিণত করা হয়েছে বিদ্যালয়কে(Train Wall Art in School) ।

School painted like train for students in Uttar Dinajpur
Train Wall Art in Schoo

By

Published : Jul 18, 2022, 7:14 PM IST

রায়গঞ্জ, 18 জুলাই: ছিল স্কুল ৷ হয়ে গেল ট্রেন ৷ এমনই চিত্র ধরা পড়ল চোপড়া ব্লকের দোলুয়া সরস্বতী প্রাথমিক বিদ্যালয়ে । রঙ, তুলির টানে প্রাথমিক বিদ্যালয়কে একটি আস্ত ট্রেনে পরিণত করেছে স্কুল কর্তৃপক্ষ(Train Wall Art in School) ।

বিদ্যালয়ের দেওয়ালে বিভিন্ন ধরনের চিত্র তুলে ধরতে দেখা গিয়েছে এর আগেও ৷ তবে সেসবই হয়তো পড়াশোনা সংক্রান্ত ৷ এবার গোটা স্কুলের দেওয়ালটাকে ট্রেনের আদলে রাঙিয়ে তোলা হল ৷ দেখে মনে হবে সত্যিকারের একটি ট্রেন দাঁড়িয়ে আছে ৷ শুধু তাই নয় ক্লাসরুমে ঢোকার দরজাও দেখতে ট্রেনের দরজার মতোই ৷ দরজা খুললেই ভিতরে ক্লাসরুম ৷

প্রত্যেকটা ট্রেনের দরজা হল বিদ্যালয়ের ক্লাসরুমের এক একটি দরজা

করোনা আবহে বহু পড়ুয়া স্কুলছুট হয়ে গিয়েছে । তারপর গরমের ছুটিও ছিল প্রায় দু'মাস(Summer Vacation) । সবমিলিয়ে বহু পড়ুয়াই এখনও ক্লাসরুমে ফেরেনি ৷ আর তাই তাদের স্কুলমুখী করতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে অনেক স্কুল । অনেক জায়গায় স্কুলছুট পড়ুয়াদের বাড়ি গিয়েও বোঝাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা ৷ এত কিছু করেও পড়ুয়াদের স্কুলমুখী করতে হিমসিম খেতে হচ্ছে শিক্ষকদের । তাই সমস্তরকম চিন্তা ভাবনা করে এবার এই অভিনব উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিল স্কুল কতৃপক্ষ ।

রঙ তুলির মাধ্যমে একটি আস্ত ট্রেনে পরিণত করা হয়েছে বিদ্যালয়কে

পড়ুয়াদের স্কুলমুখী করতে রঙ তুলির মাধ্যমে একটি আস্ত ট্রেনে পরিণত করা হয়েছে বিদ্যালয়কে । পড়ুয়াদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের । এই দৃশ্য দেখে পড়ুয়ারা স্কুলমুখী হবে বলে আশাবাদী স্কুল কর্তৃপক্ষরা(School painted like train for students in Uttar Dinajpur) ।

নয়া রূপে সেজেছে স্কুল

আরও পড়ুন:মোবাইলের প্রতি আসক্তি কমাতে অভিনব ভাবনা স্কুল কর্তৃপক্ষের

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে । স্কুলের এই দৃশ্য দেখে পড়ুয়ারা স্কুলে আসবে বলে আশাবাদী তারা । এর পাশাপাশি স্থানীয় ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোকসেদুর রহমান বলেন,"স্কুলের প্রধান শিক্ষকই এই উদ্যোগটি নিয়েছেন। স্কুলবাড়িটা দেখতে এখন খুবই ভালো লাগছে । এই দৃশ্য দেখার পর পড়ুয়ারা স্কুলে আসতে চাইবে ।"

ABOUT THE AUTHOR

...view details