রায়গঞ্জ, 18 জুলাই: ছিল স্কুল ৷ হয়ে গেল ট্রেন ৷ এমনই চিত্র ধরা পড়ল চোপড়া ব্লকের দোলুয়া সরস্বতী প্রাথমিক বিদ্যালয়ে । রঙ, তুলির টানে প্রাথমিক বিদ্যালয়কে একটি আস্ত ট্রেনে পরিণত করেছে স্কুল কর্তৃপক্ষ(Train Wall Art in School) ।
বিদ্যালয়ের দেওয়ালে বিভিন্ন ধরনের চিত্র তুলে ধরতে দেখা গিয়েছে এর আগেও ৷ তবে সেসবই হয়তো পড়াশোনা সংক্রান্ত ৷ এবার গোটা স্কুলের দেওয়ালটাকে ট্রেনের আদলে রাঙিয়ে তোলা হল ৷ দেখে মনে হবে সত্যিকারের একটি ট্রেন দাঁড়িয়ে আছে ৷ শুধু তাই নয় ক্লাসরুমে ঢোকার দরজাও দেখতে ট্রেনের দরজার মতোই ৷ দরজা খুললেই ভিতরে ক্লাসরুম ৷
করোনা আবহে বহু পড়ুয়া স্কুলছুট হয়ে গিয়েছে । তারপর গরমের ছুটিও ছিল প্রায় দু'মাস(Summer Vacation) । সবমিলিয়ে বহু পড়ুয়াই এখনও ক্লাসরুমে ফেরেনি ৷ আর তাই তাদের স্কুলমুখী করতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে অনেক স্কুল । অনেক জায়গায় স্কুলছুট পড়ুয়াদের বাড়ি গিয়েও বোঝাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা ৷ এত কিছু করেও পড়ুয়াদের স্কুলমুখী করতে হিমসিম খেতে হচ্ছে শিক্ষকদের । তাই সমস্তরকম চিন্তা ভাবনা করে এবার এই অভিনব উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিল স্কুল কতৃপক্ষ ।