রায়গঞ্জ, 17 সেপ্টেম্বর : সহপাঠীদের পিস্তল দেখিয়ে ভয় দেখিয়েছে স্কুল পরিচালন সমিতির সভাপতির ছেলে ৷ এই অভিযোগে উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভগীলতা হাইস্কুলে ৷ অভিযুক্ত ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা ৷ তাতে সামিল হয় ছাত্রছাত্রীরাও ৷
ছাত্রছাত্রীদের অভিযোগ, স্কুল পরিচালন সমিতির সভাপতি কামাল আজগরের ছেলে দীর্ঘদিন ধরে স্কুলের পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহার করছে ৷ কখনও কখনও অস্ত্র দেখিয়ে ভয় দেখায় ৷ পরিচালন সমিতির সভাপতির ছেলে ক্লাস ইলেভেনে পড়ে ৷ গতকাল বিকেলে ওই ছাত্র কয়েকজন সহপাঠীকে স্থানীয় বাসস্ট্যান্ডে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয় বলে অভিযোগ ।
পুলিশ সূত্রে খবর, গতকাল স্কুল চলাকালীন সহপাঠীদের সঙ্গে পরিচালন সমিতির সভাপতির ছেলের গোলমাল বাধে । সেই খবর পেয়ে কামাল আজগর স্কুলে যান । অভিযোগ, স্কুল ছুটির পর স্থানীয় বাসস্ট্যান্ডে বাস ধরতে যেতে কয়েকজন সহপাঠীকে পিস্তল দেখিয়ে ভয় দেখায় পরিচালন সমিতির সভাপতির ছেলে ৷