রায়গঞ্জ, 18 অগস্ট: স্কুল যেমন থাকার তেমনই আছে (Raiganj School) ৷ কিন্তু স্কুলে রয়েছে এক জন পড়ুয়া ও একজন শিক্ষক ৷ আর দিন দিন স্কুল পরিণত হচ্ছে সাপের আস্তানায় ৷ বাড়ির সামনে এই স্কুল এড়িয়ে অভিভাবকরা দূরের স্কুলে পড়তে পাঠাচ্ছে বাচ্চাদের ৷ অবিলম্বে এ ব্যাপারে স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা (School Situation at Raiganj)। অন্যদিকে, সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন অবর বিদ্যালয় পরিদর্শক কল্যাণী ওরাওঁ।
উত্তর দিনাজপুরের হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের (Hemtabad) বিধায়ক সত্যজিৎ বর্মন সদ্য রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন। তাঁর কেন্দ্রেই অবস্থিত এই সাহাপুর এফপি প্রাথমিক স্কুলের শোচনীয় পরিস্থিতিতে উদ্বেগ দেখা দিয়েছে শিক্ষা মহলে। স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে বলেন, "এই প্রাথমিক বিদ্যালয়ে আগে এলাকার প্রায় সমস্ত ছেলেমেয়েরাই পড়াশোনা করেছে। কিন্তু কয়েক বছর ধরে স্কুলটি প্রায় বন্ধের মুখে। যে একমাত্র শিক্ষক রয়েছেন তিনিও নানা কাজে ঠিকমতো স্কুলে আসতে পারেন না।"