পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালিয়াগঞ্জ বাজারে দমকলের সাহায্যে করা হল স্যানিটাইজ়েশন

কালিয়াগঞ্জ শহরে প্রতিদিনই শত শত ক্রেতা বিক্রেতা তাঁদের পণ্য সামগ্রী নিয়ে এসে ভীড় জমায় বাজারগুলিতে । মানা হয়না কোনও সামাজিক দূরত্ব ৷ দেখা যায় না মুখে মাস্কও । ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায় । তাই কালিয়াগঞ্জ পৌর প্রশাসকের উদ্যোগে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ ও তারা বাজারে এদিন দমকলের দুটি ইঞ্জিন দিয়ে স্যানিটাইজ়ার স্প্রে করা হয় ।

কালিয়াগঞ্জ বাজারে দমকলের সাহায্যে করা হল স্যানিটাইজ়েশন
কালিয়াগঞ্জ বাজারে দমকলের সাহায্যে করা হল স্যানিটাইজ়েশন

By

Published : Apr 29, 2021, 11:02 PM IST

রায়গঞ্জ, 29 এপ্রিল : করোনা সংক্রমণ মোকাবিলায় পুলিশ প্রশাসনের পাশাপাশি দমকলবাহিনীকেও তৎপর হতে দেখা গেল কালিয়াগঞ্জ শহরে । সংক্রমণ এড়াতে দমকলের ইঞ্জিনের মাধ্যমে কালিয়াগঞ্জের সমস্ত বাজারগুলিকে স্যানিটাইজ় করা হল ।

দমকলের জলের ট্যাঙ্কে ফিনাইল ও স্যানিটাইজ়ার মিশিয়ে স্প্রে করা হল কালিয়াগঞ্জের শহরের দুটি গুরুত্বপূর্ণ বাজারে । নীচে বসা দোকান থেকে শুরু করে বাজারের সমস্ত দোকান হোক কিনবা ফুটপাত, হোস পাইপের মাধ্যমে স্প্রে করলেন কালিয়াগঞ্জের দমকলবাহিনী । কালিয়াগঞ্জ শহরে প্রতিদিনই শত শত ক্রেতা বিক্রেতা তাঁদের পণ্য সামগ্রী নিয়ে এসে ভীড় জমায় বাজারগুলিতে । মানা হয়না কোনও সামাজিক দূরত্ব ৷ দেখা যায় না মুখে মাস্কও । ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায় । তাই কালিয়াগঞ্জ পৌর প্রশাসকের উদ্যোগে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ ও তারা বাজারে এদিন দমকলের দুটি ইঞ্জিন দিয়ে স্যানিটাইজ়ার স্প্রে করা হয় । বাজারের সমস্ত দোকানপাট ও রাস্তাঘাট দমকলের ইঞ্জিন দিয়ে স্প্রে দমকলের কর্মীরা ।

দমকলের সাহায্যে করা হল স্যানিটাইজ়েশন

আরও পড়ুন : সংক্রমণ রুখতে আগামী চারদিন বন্ধ থাকবে কলকাতার বেশ কিছু বাজার

কালিয়াগঞ্জ পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর সুরজিত কইরি জানিয়েছেন, বাজারগুলিতে বহু মানুষের সমাগম হওয়ার পাশাপাশি প্রচুর নোংরা আবর্জনায় ভরে যাচ্ছে । এরফলে করোনা সংক্রমণের আশঙ্কা থেকে যায় । সংক্রমণ এড়াতেই বাজারগুলিতে দমকলের মাধ্যমে স্যানিটাইজ়ার ফিনাইল দিয়ে স্প্রে করা হচ্ছে । মূলত করোনা সংক্রমণ প্রতিরোধ করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সুরজিত বাবু ।

ABOUT THE AUTHOR

...view details