রায়গঞ্জ, 21 মার্চ: মুখ্যমন্ত্রীর সাধের সবুজসাথী প্রকল্পের সাইকেল বিক্রি হচ্ছে করণদিঘির খোয়াসপুর হাটে। ছাত্র-ছাত্রীদের বাড়ি থেকে স্কুলে যাতায়াতের সুবিধার জন্য তাদের হাতে সবুজসাথীর সাইকেল তুলে দেওয়া হয় (Sabooj Sathi Cycle Sale At Market)। কিন্তু উত্তর দিনাজপুরের করণদিঘিতে দেখা গেল, রাজ্য সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য় দেওয়া সাইকেল অভিভাবকেরা বিক্রির জন্য হাটে নিয়ে এসেছেন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে করণদিঘি থানার পুলিশ। হাট থেকে উদ্ধার করা হয় 17টি সবুজসাথী প্রকল্পের সাইকেল।
বাড়ি থেকে দূরে বিদ্যালয় হওয়ার কারণে অনেক ছাত্রছাত্রীই হেঁটে বিদ্যালয়ে পৌঁছাতে পারত না। ফলে ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতে চরম সমস্যা হত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় উদ্যোগ নেন তাঁর স্বপ্নের প্রকল্প সবুজসাথীর। গ্রাম থেকে শহর রাজ্যের সমস্ত বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য সবুজসাথী প্রকল্পের সাইকেল বিলি করা হয়। কয়েক বছর ধরে সারা রাজ্যে কোটি সাইকেল বিলি করে রাজ্য সরকার।