পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Russian Musical Dhamaka: রাশিয়ান সঙ্গীত শিল্পীদের নৈপুণ্যতা দেখতে পেল রায়গঞ্জবাসী - রাশিয়ান সঙ্গীত

রাশিয়ান সঙ্গীত শিল্পীদের নৈপুণ্যতা দেখল রায়গঞ্জবাসী । শ্যামাপুজাের নিরঞ্জনের শোভাযাত্রায় রাশিয়ান মিউজিকের পাশাপাশি ছিল ওড়িশার বাদ্য-বাজনা (Russian Musical Dhamaka) ।

Russian Musical Dhamaka
রায়গঞ্জে রাশিয়ান সঙ্গীত শিল্পীদের নৈপুণ্যতা দেখতে ভিড়

By

Published : Oct 29, 2022, 11:49 AM IST

রায়গঞ্জ, 29 অক্টোবর:রাশিয়ান সঙ্গীত শিল্পীদের নৈপুণ্যতা দেখতে পেল রায়গঞ্জবাসী । রায়গঞ্জে উকিলপাড়ার রামকৃষ্ণ সংঘের শ্যামাপুজাের নিরঞ্জনের শোভাযাত্রায় অন্যতম সেরা আকর্ষণ ছিল 'রাশিয়ান মিউজিক্যাল ধামাকা' । তাদের বাঁশির সুরের মূর্ছনায় শুক্রবার রাত এগারোটাতেও আবেগে ভাসল রায়গঞ্জ শহরের মানুষ (Russian Musical Dhamaka) ৷

শোভাযাত্রায় রাশিয়ান মিউজিকের পাশাপাশি ছিল ওড়িশার বাদ্য-বাজনার উচ্ছ্বাসের মহল । ঐতিহ্যবাহী রামকৃষ্ণ সংঘের কালী প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দোপাধ্যায়, ছিলেন রায়গঞ্জ পুরসভার উপ প্রশাসক অরিন্দম সরকার, রামকৃষ্ণ সংঘের কর্মকর্তা অর্ণব মণ্ডল-সহ অগনিত ক্লাব সদস্য সদস্যারা । আর ছিল রাস্তার দু'ধারে হাজার হাজার দর্শনার্থী । দীপাবলি উৎসব শেষে এবারে বিসর্জনের পালা । রীতি এবারেও শুক্রবার জাঁকজমকতার সঙ্গে প্রতিমা নিরঞ্জনের আয়োজন করল রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘ ।

রায়গঞ্জে রাশিয়ান সঙ্গীত শিল্পীদের নৈপুণ্যতা দেখতে ভিড়

আরও পড়ুন:বাড়ির কালীপুজোয় মুখ্যমন্ত্রী নন, দেখা মিলল গৃহকর্ত্রী মমতার

এদিন শহরের জেলখানা মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা । শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল রাশিয়ান শিল্পীদের সঙ্গীত শিল্পের নৈপুন্যতার প্রদর্শন । এই প্রদর্শনটি দেখতে রায়গঞ্জের রাজপথে ছিল বহু মানুষ । শহরবাসী তাদের মোবাইলে রাশিয়ান সঙ্গীত শিল্পীদের ছবি মোবাইল বন্দি করে রেখেছেন । রাশিয়ান সঙ্গীত শিল্পীরা রাশিয়ান গান শুধু করেনি তাঁরা হিন্দি ও বাংলা গান বাঁশির সুরের মূর্ছনায় ভরিয়ে দিয়েছে রায়গঞ্জবাসীদের ।

ABOUT THE AUTHOR

...view details