পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আংশিক লকডাউন সফল করতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুটমার্চ রায়গঞ্জ জেলা পুলিশের

ভোটের পর করোনার এই দ্বিতীয় ঢেউ প্রতিরোধে আংশিক লকডাউন সহ বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার । রাজ্য সরকারের সেই আংশিক লকডাউন সফল করতে বিশেষ উদ্যোগ গ্রহন করল রায়গঞ্জ জেলা পুলিশ । লকডাউন অভিযানে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শহরে রুটমার্চ করলেন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং ।

আংশিক লকডাউন সফল করতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুটমার্চ রায়গঞ্জ জেলা পুলিশের
আংশিক লকডাউন সফল করতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুটমার্চ রায়গঞ্জ জেলা পুলিশের

By

Published : May 7, 2021, 2:13 PM IST

রায়গঞ্জ, 7 মে : রাজ্য সরকারের আংশিক লকডাউন সফল করতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শহরে রুটমার্চ শুরু করল রায়গঞ্জ জেলা পুলিশ । এদিন উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জের পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিংয়ের নেতৃত্বে রুটমার্চ করল । করোনা সংক্রমণ প্রতিরোধে সাধারন মানুষকে সচেতন করতে মাস্কের ব্যবহার, সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা এবং লকডাউন পিরিয়ডে দোকানপাট, হাট বাজার যাতে খোলা না থাকে সেইদিকে নজরদারি চালাচ্ছে রায়গঞ্জ পুলিশ ।

সারা দেশ তথা রাজ্যে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ ৷ বাদ পড়েনি উত্তর দিনাজপুর জেলাও । প্রতিদিন শয়ে শয়ে মানুষ আক্রান্ত হচ্ছেন মারণ ভাইরাস করোনায় । মৃত্যু মিছিল চলছে উত্তর দিনাজপুর জেলাজুড়ে । গত 24 ঘণ্টায় উত্তর দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন 279 জন, মৃত্যু হয়েছে 6 জনের । যদিও উল্লেখযোগ্য ভাবে গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 297 জন । এখনও পর্যন্ত উত্তর দিনাজপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 11480 জন, মৃত্যু হয়েছে 106 জনের, সুস্থ হয়েছেন 9513 জন ।

ভোটের পর করোনার এই দ্বিতীয় ঢেউ প্রতিরোধে আংশিক লকডাউন সহ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার । রাজ্য সরকারের সেই আংশিক লকডাউন সফল করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জ জেলা পুলিশ । লকডাউন অভিযানে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শহরে রুটমার্চ করলেন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং ।

লকডাউন সফল করতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুটমার্চ রায়গঞ্জ জেলা পুলিশের

রায়গঞ্জ জেলার পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, "কোভিড সতর্কতায় রাজ্য সরকারের নির্দেশকে কার্যকর করতে অভিযান শুরু করা হয়েছে । বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী লকডাউন ভাঙার অপরাধে 130 জনকে গ্রেফতার করার পাশাপাশি 30 টি মামলা দায়ের করা হয়েছে । রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত প্রতিটি থানা এলাকায় লকডাউন অভিযান চালানো হচ্ছে ।

আরও পড়ুন :প্যানডেমিকে গরিব মানুষদের সাহায্যার্থে 20 শতাংশ বেতন দেওয়ার সিদ্ধান্ত শিক্ষকের

ABOUT THE AUTHOR

...view details