পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জানালার গ্রিল কেটে পেট্রল পাম্পের অফিসে চুরি, উধাও CCTV - north dinajpur

পেট্রল পাম্প থেকে ৮০ হাজার টাকা চুরির করে পালাল দুষ্কৃতীরা।

পেট্রল পাম্পের মালিক মহম্মদ রাজেশ খান

By

Published : Feb 25, 2019, 4:07 PM IST

রায়গঞ্জ, ২৫ ফেব্রুয়ারি: পেট্রল পাম্প থেকে ৮০ হাজার টাকা চুরির করে পালাল দুষ্কৃতীরা। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার জনতাহাট এলাকার একটি পেট্রল পাম্পের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থানে যায় চাকুলিয়া থানার পুলিশ। টাকা ছাড়াও পেট্রল পাম্পের CCTV খুলে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গতরাতে জানালার গ্রিল কেটে পাম্পের অফিসে ঢোকে দুষ্কৃতীরা। এরপর তারা অফিসের আলমারির লকার ভেঙে নগদ ৮০ হাজার টাকা চুরি করে পালায়। আজ সকালে কর্মীরা পাম্পে যান। এরপর তাঁরা অফিসরুম খুলে দেখেন জানালার গ্রিল ভাঙা। ঘরের ভেতরে আলমারির লকারও ভাঙা।

ভিডিয়োয় শুনু মহম্মদ রাজেশ খানের বক্তব্য

এবিষয়ে পেট্রল পাম্পের মালিক মহম্মদ রাজেশ খান বলেন, "সকালে কর্মীরা অফিস খুলে দেখেন পাম্পের ২টি LCD উধাও। আলমারি ভাঙা। যত লকার ছিল সব ভাঙা। গুরুতপূর্ণ কিছু নথি নিয়ে গেছে। কিছু মাঠে ফেলে দিয়েছে। খবর পেয়ে আমি এখানে আসি। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details