রায়গঞ্জ, 25 জুন : প্রবল বৃষ্টিতে ভেঙে গেল উত্তর দিনাজপুরের চাকুলিয়া এলাকার রাস্তাসহ কালভার্ট । গতকাল রাত 12টা থেকে শুরু হয় টানা বৃষ্টি । বৃষ্টির জেরেই ভেঙে পড়ে কালভার্ট । স্থানীয়রা রাস্তাসহ কালভার্টটি দ্রুত মেরামতির আর্জি জানিয়েছেন প্রশাসনের কাছে ।
প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল রাস্তাসহ কালভার্ট
গতকাল রাত থেকেই উত্তর দিনাজপুরে টানা বৃষ্টি হচ্ছে । প্রবল বৃষ্টিতে ভেঙে পড়েছে চাকুলিয়া থেকে সাহাপুরগামী রাস্তাসহ কালভার্ট । এলাকায় কৃষিজমিগুলোও জলের তলায় । দ্রুত রাস্তা ও কালভার্ট মেরামতির দাবি জানিয়েছেন এলাকাবাসী ।
গতকাল প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ে গোয়ালপোখর এক ও দুই নম্বর ব্লকের চাকুলিয়া থেকে সাহাপুরের সংযোগকারী রাস্তাসহ কালভার্ট । সমস্যায় পড়েছেন এলাকাবাসী । এবার অনেকটাই ঘুর পথে যাতায়াত করতে হবে তাঁদের । চাকুলিয়া, বালিগাড়া ও সংলগ্ন এলাকার মানুষদের সাহাপুর হয়ে গোয়ালপোখর এক নম্বর ব্লকে যাওয়ার ক্ষেত্রে কম করে 30 কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হবে । অন্যদিকে, গোয়ালপোখর এক নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষ যাঁরা সাহাপুর হয়ে চাকুলিয়া, কানকি বা 31 নম্বর জাতীয় সড়কের দিকে যাতায়াত করতেন তাঁদেরকেও 30-35 কিলোমিটার ঘুরপথে যেতে হবে ।
আজও দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে উত্তর দিনাজপুরে । ভেসে গেছে চাকুলিয়া এলাকার সব চাষের জমি । এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মৌলানা মহম্মদ জামসের আলম বলেন, "গতকাল রাত থেকে প্রবল বৃষ্টির জেরে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা এবং কালভার্ট ভেঙে গেছে । দ্রুত রাস্তা ও কালভার্ট সারাইয়ের ব্যবস্থা না হলে এলাকাবাসীদের দুর্ভোগ বাড়বে ।"