মেদিনীপুর, 5 মে : যাত্রীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করলেন রেল পুলিশের এক মহিলা কর্মী । ট্রেন থেকে নামার সময় পা পিছলে পড়ে যান এক যাত্রী ৷ কিন্তু মহিলা রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল ওই মহিলা যাত্রীর (Railway Police save passenger) ৷ মহিলা রেল পুলিশের সাহসিকতায় সিসিটিভি ফুটেজ বের করে মেদিনীপুর রেল কর্তৃপক্ষ ।
জানা গিয়েছে, মেদিনীপুর সদরের হাতিহলকার বাসিন্দা রোজিনা বিবি আদ্রা-খড়্গপুর ট্রেন ধরে মেদিনীপুরে আসছিলেন । মেদিনীপুর স্টেশনে ট্রেন পৌঁছানোর পর তাড়াহুড়ো করে নামতে গিয়ে পা পিছলে প্রায় ট্রেনের নিচে ঢুকে যাচ্ছিলেন তিনি । সেই সময়েই সামনে থাকা কাঞ্চন কুমারী নামের এক মহিলা কনস্টেবল ও দীপক ঘোষ নামের এক রেলকর্মী অতিতৎপরতার সঙ্গে তাঁর হাত ধরে টেনে বার করেন । অল্পের জন্য প্রাণে বেঁচে যান রোজিনা বিবি ।