রায়গঞ্জ, 13 জুলাই : প্রতারণার অভিযোগে রায়গঞ্জ থেকে ধৃত বেঞ্জামিন হেমব্রমকে হেফাজতে চেয়ে আবেদন করল পুলিশ । ধৃত বেঞ্জামিন হেমব্রম উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান চেয়ারম্যান । গাড়িতে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন অনুমোদিত ন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের বোর্ড নিয়ে ঘুরতেন তিনি । পুলিশ সূত্রে খবর, বহু যুবক-যুবতীর কাছ থেকে চাকুরি পাইয়ে দেওয়ার নাম করে লাখ লাখ টাকা নিয়েছেন হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক বেঞ্জামিন ।
রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরশ বর্মা জানিয়েছেন, বেঞ্জামিন হেমব্রমকে পুলিশ রিমান্ডে নিয়ে প্রতারণা চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে ৷ ধৃত বেঞ্জামিন হেমব্রমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 419/420/34 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।