পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জের প্রতারক তৃণমূল ঘনিষ্ঠ বেঞ্জামিনের সঙ্গী কারা ? তদন্তে পুলিশ - raigunj police

রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরশ বর্মা জানিয়েছেন, বেঞ্জামিন হেমব্রমকে পুলিশ রিমান্ডে নিয়ে প্রতারণা চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে ৷ ধৃত বেঞ্জামিন হেমব্রমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 419/420/34 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।

raigunj police wants to interrogate benjamin hembram
raigunj police wants to interrogate benjamin hembram

By

Published : Jul 13, 2021, 4:53 PM IST

রায়গঞ্জ, 13 জুলাই : প্রতারণার অভিযোগে রায়গঞ্জ থেকে ধৃত বেঞ্জামিন হেমব্রমকে হেফাজতে চেয়ে আবেদন করল পুলিশ । ধৃত বেঞ্জামিন হেমব্রম উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান চেয়ারম্যান । গাড়িতে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন অনুমোদিত ন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের বোর্ড নিয়ে ঘুরতেন তিনি । পুলিশ সূত্রে খবর, বহু যুবক-যুবতীর কাছ থেকে চাকুরি পাইয়ে দেওয়ার নাম করে লাখ লাখ টাকা নিয়েছেন হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক বেঞ্জামিন ।

রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরশ বর্মা জানিয়েছেন, বেঞ্জামিন হেমব্রমকে পুলিশ রিমান্ডে নিয়ে প্রতারণা চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে ৷ ধৃত বেঞ্জামিন হেমব্রমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 419/420/34 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।

রবিবার বিকেলে রায়গঞ্জের চণ্ডীতলার একটি ফ্ল্যাট থেকে হিউম্যান রাইটস কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের বোর্ড লাগানো গাড়ি-সহ বেঞ্জামিন হেমব্রমকে গ্রেফতার করা হয় । বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নথিপত্র । তাকে নিয়ে আসা হয় রায়গঞ্জ থানার লকআপে । সোমবার ধৃত বেঞ্জামিন হেমব্রমকে রায়গঞ্জ আদালতে তোলা হয় ।

রায়গঞ্জের প্রতারক বেঞ্জামিনের সঙ্গী কারা ?

আরও পড়ুন : মারধর করে গৃহবধূকে খুনের অভিযোগ, আটক স্বামী ও শাশুড়ি

রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরশ বর্মা জানিয়েছেন, একটি এনজিও'র নাম করে কেন্দ্রীয় সরকারের হিউম্যান রাইটস কাউন্সিলের বোর্ড লাগিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল ধৃত বেঞ্জামিন হেমব্রমের বিরুদ্ধে ৷ এই প্রতারণা চক্রে বেঞ্জামিনের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে । তাকে আরও জেরা করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details