পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

5 বছরে প্রশ্নাতীত উন্নয়ন করে রায়গঞ্জের ভোল পালটে দেব : দেবশ্রী

"60 বছরে পিছিয়ে পড়ছে রায়গঞ্জ। মাত্র 30 দিনে উন্নয়নের জোয়ার আনা সম্ভব নয় । মেয়াদকালের 60 মাসে রায়গঞ্জের ভোল পালটে দেব ।" বললেন স্থানীয় সাংসদ দেবশ্রী চোধুরি ।

দেবশ্রী চৌধুরি

By

Published : Jul 21, 2019, 5:32 AM IST

রায়গঞ্জ, 21 জুলাই : গত 60 বছরে ধরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র উন্নয়নের নিরিখে অনেকটাই পিছিয়ে পড়েছে । তাই সাংসদ হওয়ার মাত্র 30 দিনের মধ্যে উন্নয়নের জোয়ার আনা কোনওভাবেই সম্ভব নয় । তবে তাঁর মেয়াদকালের পাঁচবছরের মধ্যে রায়গঞ্জের প্রশ্নাতীত উন্নয়ন হবে বলে জানালেন বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি ।

গতকাল রায়গঞ্জে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসেছিলেন দেবশ্রী । বিমানপথে দিল্লি থেকে বাগডোগরায় নেমে সড়কপথে রায়গঞ্জ আসেন তিনি । রায়গঞ্জে স্থানীয় BJP নেতৃত্বর সঙ্গে বৈঠক করেন । সদস্যপদ সংগ্রহ, পঞ্চায়েত, পৌরসভাগুলির কর্মকাণ্ডসহ আগামী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে ।

বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "আমি দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে রায়গঞ্জের উন্নয়নের জন্য বিভিন্ন জায়গায় দরবার করেছি । সকালের ট্রেনসহ একাধিক গুরুত্বপূর্ণ দাবিগুলি সঠিক জায়গায় তুলছি । তবে আমার দায়িত্বকালের মাত্র 30 দিন হয়েছে । 60 বছর পিছিয়ে যাওয়া এলাকার দায়িত্ব নেওয়ার 60 দিনও হয়নি । আমাকে কাজ করার সময় দিন । আশা করি আমার সময়কালের শেষে আর কোনও প্রশ্নের জায়গা থাকবে না । রায়গঞ্জের ভোল পালটে দেব ।"

ABOUT THE AUTHOR

...view details