পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জের পূর্ব নেতাজিপল্লির কালীপুজোর থিম গ্রামের পরিবেশ - উত্তর দিনাজপুর কালীপুজো

উত্তর দিনাজপুরের অন্যতম সেরা বিগ বাজেটের শ্যামাপুজো হল পূর্ব নেতাজিপল্লির BPS ক্লাবের শ্যামাপুজো ৷ এইবছর তাদের থিম গ্রাম্য পরিবেশ ৷

ছবি
ছবি

By

Published : Nov 14, 2020, 11:05 PM IST

রায়গঞ্জ, 14 নভেম্বর : উত্তর দিনাজপুরের অন্যতম সেরা বিগ বাজেটের শ্যামাপুজো হল পূর্ব নেতাজিপল্লির BPS ক্লাবের শ্যামাপুজো ৷ এবার তাদের থিম গ্রাম্য পরিবেশ ৷ সামাজিক দূরত্ব বিধির কথা মাথায় রেখে খোলামেলা গ্রাম্য পরিবেশের ছবি তুলে ধরা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে ।

কোরোনা সংক্রমণ রুখতে মণ্ডপে প্রবেশের আগেই দর্শনার্থীদের তুলে দেওয়া হচ্ছে মাস্ক ও স্যানিটাইজ়ার । পাশাপাশি পুজোর মণ্ডপ সাজানো হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের মডেলের মাধ্যমে প্রচার দিয়ে । স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রতন মজুমদারের উদ্যোগে এই পুজোর উদ্বোধন করেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ।

গ্রামের পরিবেশকেই এইবার থিম করছে রায়গঞ্জের পূর্ব নেতাজিপল্লির BPS ক্লাব

মণ্ডপটিতে প্রবেশ করলে গ্রাম্য আমেজ পাওয়া যাবে ৷ এখানে গ্রামের স্কুল থেকে স্বাস্থ্যকেন্দ্র যেমন রয়েছে, তেমনি রয়েছে পুলিশ ফাঁড়ি, গ্রামের হাটে বসা দোকান ঘর । গ্রামের মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তোলার পাশাপাশি রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী ও সবুজসাথী প্রকল্পের মডেল ।

ABOUT THE AUTHOR

...view details