পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জ ও মুর্শিদাবাদে কংগ্রেসকে আসন না ছাড়লে বামেদের সঙ্গে রফা নয় : মোহিত - parliament election

রায়গঞ্জ এবং মুর্শিদাবাদের আসন কংগ্রেসকে না ছাড়লে লোকসভায় বামফ্রন্টের সঙ্গে আসন রফায় যাবেন না।

উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত

By

Published : Feb 22, 2019, 8:28 PM IST

রায়গঞ্জ, ২২ ফেব্রুয়ারি : লোকসভায় রায়গঞ্জ এবং মুর্শিদাবাদের আসন কংগ্রেসকে না ছাড়লে বামফ্রন্টের সঙ্গে আসন রফায় যাবেন না, জানালেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। আজ রায়গঞ্জে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান মোহিতবাবু। যদিও মোহিতবাবুর এই বক্তব্যকে আমল দিতে রাজি নয় উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্ট নেতৃত্ব।

রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে গতবার জিতে সাংসদ হয়েছিলেন CPI(M)-এর মহম্মদ সেলিম। মহম্মদ সেলিম এবারও ওই কেন্দ্র থেকে জয়ী হবেন বলে আশাবাদী উত্তর দিনাজপুর জেলা CPI(M) নেতৃত্ব।

কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে গতকাল রাজ্য CPI(M)বামফ্রন্টের শরিক তিনটি দলের সঙ্গে বৈঠক করে। বৈঠকে রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে CPI(M)২০টি ও বাম শরিক দলগুলি ৯টি আসনে লড়বে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। ১২টি আসন কংগ্রেসকে ছাড়ার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। কংগ্রেসকে যে কটা আসনই ছাড়া হোক তাতে কোনও মাথাব্যথা নেই উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস নেতৃত্বের।

ভিডিয়োয় শুনুন মোহিত সেনগুপ্তর বক্তব্য

গত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে খুব অল্প ভোটে জয়ী হয়েছিলেন CPI(M) প্রার্থী মহম্মদ সেলিম। কংগ্রেসের দীপা দাসমুন্সিকে হারিয়েছিলেন। কংগ্রেসের একসময়ের দুর্গ হিসাবে পরিচিত রায়গঞ্জ লোকসভা কেন্দ্র CPI(M)-এর দখলে থাকলেও কংগ্রেস এবারে এই আসনটি ছাড়তে রাজি নয়। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ আসন কংগ্রেসকে না ছাড়লে তাঁরা বামফ্রন্টের সঙ্গে জোটে যাবেন না।

ABOUT THE AUTHOR

...view details