পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"পুলিশ লাঠি-বন্দুক দেখিয়ে লকডাউন করাচ্ছে ", মুখ্যমন্ত্রীকে চিঠি কংগ্রেস বিধায়কের

এবার একাধিক বিষয়ে অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত ।

Raigunj congress mla letters to cm about lockdown
" পুলিশ লাঠি-বন্দুক দেখিয়ে লকডাউন করাচ্ছে " মুখ্যমন্ত্রীকে চিঠি রায়গঞ্জের কংগ্রেস বিধায়কের

By

Published : Apr 2, 2020, 5:15 PM IST

রায়গঞ্জ, 2 এপ্রিল : "পুলিশ কথা শুনছে না, লাঠিপেটা করছে রায়গঞ্জের বাজারের ক্রেতা-বিক্রেতাদের । লাঠি ও বন্দুক দেখিয়ে জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে রায়গঞ্জের অন্যতম বড় মোহনবাটি বাজার । রায়গঞ্জের একজন বিধায়ক হিসেবে আমার কোনও মতামত নেওয়া হচ্ছে না । আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন । " এই অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত ।

বন্ধ মোহনবাটি বাজার
" পুলিশ লাঠি-বন্দুক দেখিয়ে লকডাউন করাচ্ছে " মুখ্যমন্ত্রীকে চিঠি রায়গঞ্জের কংগ্রেস বিধায়কের

তাঁর অভিযোগ , অন্য কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ছাড়াই জেলা পুলিশ ও রায়গঞ্জের প্রশাসন একক সিদ্ধান্ত নিচ্ছে ৷ লাঠি ও বন্দুক দেখিয়ে লকডাউন করছে । রায়গঞ্জের মোহনবাটি বাজার আজ থেকে বন্ধ করে দিয়েছে উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন । ফলে আজ থেকে রায়গঞ্জের সাধারণ মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন না ৷ চরম বিপাকে পড়েছেন অসংখ্য ক্রেতা-বিক্রেতা । বাজার বন্ধ করে দেওয়ার রুজি রুটি হারিয়েছেন অনেকে ।

মোহিত সেনগুপ্ত

রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, জেলা পুলিশ-প্রশাসন লাঠি ও বন্দুক দেখিয়ে জোর করে বন্ধ করে দিয়েছে মোহনবাটি বাজার । রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন সফল করতে সকল মানুষকে বুঝিয়ে সচেতন করার কথা বলছিলেন ৷ কিন্তু, তাঁরই পুলিশ মানুষকে না বুঝিয়ে লাঠি ও বন্দুক দেখাচ্ছে । বহু ক্রেতা-বিক্রেতা পুলিশের মার খাচ্ছেন । লকডাউন পরিস্থিতি সফল করতে কোনও রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে না তারা । তিনি আরও বলেন, " আমি রায়গঞ্জের বিধায়ক ৷ একজন জনপ্রতিনিধি অথচ আমার কোনও কথাই শুনছে না ৷ " জেলা ও পৌরপ্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে আজ মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details