রায়গঞ্জ, 25 মার্চ : কোরোনা ভাইরাসের মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 15 লাখ টাকা দিলেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত । উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনার হাতে 15 লাখ টাকার চেক তুলে দেন তিনি।
কোরোনা তহবিলে 15 লাখ অনুদান কংগ্রেস বিধায়কের - corona fund
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 15 লাখ টাকা দান করলেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত।
কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সম্প্রতি রাজ্য সরকার "ওয়েস্ট বেঙ্গল স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ড" নামে একটি তহবিল তৈরি করেছে । সাধারণ মানুষের কাছে এই তহবিলে তাদের সাধ্যমতো দান করার জন্য আবেদন করা হয়েছেয। সেই আবেদনে সাড়া দিয়ে রায়গঞ্জের বিধায়ক আর্থিক সাহায্য করেছেন। চিঠি দিয়ে বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন তিনি।
এই বিষয়ে মোহিতবাবু বলেন, ''কোরোনা ভাইরাসের মোকাবিলায় সাহায্য করতে আমি 15 লাখ টাকা অনুদান দিয়েছি। বিধায়ক তহবিল থেকে টাকা দেওয়া হয়েছে। জেলাশাসকের মাধ্যমে ওই টাকা পাঠানো হয়েছে ।''