রায়গঞ্জ, 17 অক্টোবর: ভিসা সমস্যার কারণে বিদেশের মাটিতে খেলতে যেতে পারল না রায়গঞ্জের আলমাস কবির (Almas Kabir) । দুশো মিটার দৌড় দেশের একমাত্র প্রতিযোগী ছিল সে । কিন্তু প্রথমবার দেশের হয়ে দৌড়নো হল না আলমাসের । তাতে মন খারাপ আলমাস-সহ গ্রামবাসী থেকে শুরু করে জেলাবাসীর ।
এ বছর কুয়েতে বসেছে অনুর্ধ্ব-18 এশিয়ান চ্যাম্পিয়নশিপে আসর (U-18 Asian Championship) ৷ আর সেখানেই রিলস ও দুশো মিটার দৌড়ে সুযোগ পেয়েছিল রায়গঞ্জের শীতগ্রাম এলাকার টিওরডাঙ্গি গ্রামের 17 বছর বয়সি আলমাস কবির । স্বপ্ন দেখেছিল দেশের হয়ে প্রথমবার মেডেল নিয়ে আসার ৷ কিন্তু ভিসা সমস্যা কারণে ভঙ্গ হয়ে গিয়েছে আলমাসের সেই স্বপ্ন (visa problem) ।
নিয়ম অনুয়ায়ী, ভিসা পাওয়ার জন্য পাসপোর্টের মেয়াদ ছয় মাস থাকা জরুরি ৷ তা না থাকায় ভিসা পায়নি আলমাস বলে জানায় সে । আলমাস জানায়, কলকাতা অফিসে পাসপোর্টের জন্য জরুরিভিত্তিক আবেদন করেছিল সে ৷ পাসপোর্টও পেয়েও গিয়েছিল ৷ কিন্তু বাধ সাধল ভিসা ৷ তা পাওয়ার ক্ষেত্রে যে নিয়ম, সেটা জানা ছিল না আলমাসের । যদি বিষয়টি পাসপোর্ট অফিস থেকে গুরুত্ব সহকারে দেখা হত তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না বলে মত কিশোরের । কুয়েতে দুশো মিটার দৌড় ও রিলসের প্রতিযোগিতার মাঠে থাকার বদলে বাড়িতে বসেই সেই খেলা দেখতে হচ্ছে আলমাসকে (Raiganj Boy) ।