পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামী 1 অক্টোবর থেকে শুরু হচ্ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

উল্লেখ্য, চলতি মাসেই সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে করতে হবে বলে জানিয়ে দিয়েছিল UGC । সুপ্রিম কোর্ট পরীক্ষার বিষয়ে UGC এর নির্দেশিকার পক্ষে ছিল ।

Raiganj university
Raiganj university

By

Published : Sep 25, 2020, 8:42 PM IST

রায়গঞ্জ, 25 সেপ্টেম্বর: আগামী 1 অক্টোবর থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের সমস্ত বিভাগের পরীক্ষা শুরু হচ্ছে । ইতিমধ্যেই সমস্ত বিভাগের পরীক্ষার সূচি তাঁদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় । প্রায় আড়াই হাজার পড়ুয়ার ডিজিটাল মাধ্যমে এবারে পরীক্ষা নেওয়া হবে । বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী প্রশ্নপত্র ডাউনলোড এবং উত্তরপত্র আপলোড করার জন্য নির্ধারিত সময় দেওয়া রয়েছে । সমস্ত ছাত্র-ছাত্রীদের তাঁদের নিজস্ব ওয়েবসাইট দেখে নিয়মাবলী ভালোভাবে বুঝে নেওয়ার পরামর্শ দিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

উল্লেখ্য, চলতি মাসেই সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে করতে হবে বলে জানিয়ে দিয়েছিল UGC । সুপ্রিম কোর্ট পরীক্ষার বিষয়ে UGC এর নির্দেশিকার পক্ষে ছিল । সে অনুযায়ী রাজ্য শিক্ষা দপ্তর থেকে সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়েরগুলিকে চিঠি দেওয়া হয়েছিল । অক্টোবর মাসেই সমস্ত পরীক্ষা শেষ করে দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছিল । এর পরপরই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় তাঁদের সমস্ত পরীক্ষা 1 তারিখ থেকে 18 অক্টোবরের মধ্যেই দেওয়া হবে বলা জানান । এ বছরে এই বিষয়ে সমস্ত বিভাগের প্রধান সতর্কভাবে নির্দেশিকা পালনের জন্য সব ব্যবস্থা করার কথা বলা হয়েছে ।পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা শুরুর আগে এবং পরে অতিরিক্ত 30 মিনিটের সময় নির্ধারিত করা হয়েছে । যে সময়ের মধ্যে তাঁরা প্রশ্নপত্র ডাউনলোড করবেন এবং উত্তরপত্র আপলোড করতে পারবেন । রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রাররা দুর্লভ সরকার বলেন, " আমাদের বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষা আগামী 1 তারিখ থেকে শুরু হচ্ছে । চলবে 18 ই অক্টোবর পর্যন্ত । স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের সমস্ত বিভাগের পরীক্ষা এই সময়ের মধ্যে নেওয়া হবে। সমস্ত বিভাগের প্রধানদের এই বিষয়ে নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে । সকল পরীক্ষার সূচি আমাদের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া রয়েছে । সমস্ত পড়ুয়াদের সেই সূচি অনুযায়ী পরীক্ষা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details