রায়গঞ্জ, 28 অগাস্ট : BJP সমর্থিত অধ্যাপক-গবেষক সংগঠনের তরফে আন্দোলন করা এবং সংবাদমাধ্যমে মুখ খোলার খেসারত ৷ অর্থনীতি বিভাগের অধ্যাপক দেবাশিস বিশ্বাসকে শোকজ় করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় । গতকলা তাঁকে শোকজ় করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার । বুধবার এই চিঠির উত্তর দিয়েছেন দেবাশিসবাবু-সহ 23 জন BJP সমর্থিত অধ্যাপক সংগঠনের সদস্যরা । শোকজ় চিঠি সামনে আসতেই বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় ।
21 অগাস্ট BJP সমর্থিত জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছিল । তাঁদের দাবি ছিল, BJP-র অধ্যাপক সংগঠন জেলার শিক্ষক-অধ্যাপকদের সম্মান জানাতে 'গুরু বন্দনা' নামক একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ৷ প্রাথমিকভাবে মৌখিক অনুমতি দেওয়া হলেও পরবর্তীতে তা নানা অজুহাত দেখিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাতিল করে দেয় । সংগঠনের দাবি, অনুষ্ঠানে BJP-র রায়গঞ্জ ও বালুরঘাটের সাংসদের উপস্থিতির কথা জানতে পেরেই তাদের এই অনুষ্ঠান উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাতিল করা হয় । এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন BJP অধ্যাপক সংগঠনের সদস্যরা । দীর্ঘক্ষণ ধরে চলা ওই বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম নিয়ে সরব হন দেবাশিসবাবু । বিভিন্ন অভিযোগে সরব হন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার থেকে অধ্যক্ষের বিরুদ্ধে ।