রায়গঞ্জ, 20 নভেম্বর: নিজের ছুটির (Weekly off) দিনে ক্লাস নিচ্ছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (Raiganj University Registrar) দুর্লভ সরকার । রেজিস্ট্রার ক্লাস নেওয়ায় আপ্লুত রায়গঞ্জ ব্লকের হরিগ্রামের মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা (North Dinajpur News)। কাজের ফাঁকে ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটাতেই এই উদ্যোগ, জানিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ।
শনিবার তাঁর কাজের ছুটির দিন, আর এই ছুটির দিনে নিজেকে একজন শিক্ষক হিসেবে মেলে ধরতে চান রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রশাসক তথা রেজিস্ট্রার দুর্লভ সরকার । সেই কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের স্কুলে গিয়ে পাঠদান করলেন তিনি ৷ এমনই ছবি ধরা পড়ল রায়গঞ্জ ব্লকের হরিগ্রামে মালঞ্চ উচ্চ বিদ্যালয়ে ।
এ দিন তিনি সকাল সকাল চলে আসেন মালঞ্চ উচ্চ বিদ্যালয়ে । প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের অংক ও ভৌত বিজ্ঞান বিষয়ে পাঠদান করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার ৷ তিনি বলেন, "আমি একান্ত ব্যক্তিগত ইচ্ছেয় আজ আমার ছুটির দিনে স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটাতে এই উদ্যোগ নিয়েছি । দিনভর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয় । একজন শিক্ষক হিসেবে ছেলেমেয়েদের পাশে থাকার ইচ্ছাতেই মালঞ্চ উচ্চ বিদ্যালয়ে এসে তাদের ক্লাস নিচ্ছি ।"