রায়গঞ্জ, 16 ফেব্রুয়ারি: রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী দুবছর পর বুধবার থেকে খুলেছে রায়গঞ্জ ব্লকের নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় (No students in Raiganj school)৷ তবে সে ভাবে দেখা মেলেনি পড়ুয়াদের । অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে কোভিড আতঙ্ক কাটাতে এবং পড়ুয়াদের স্কুলমুখী করার লক্ষ্যে স্কুলের শিক্ষক শিক্ষিকারাই ঘুরলেন দুয়ারে দুয়ারে । পড়ুয়াদের স্কুলে পাঠানোর জন্য বাড়ি বাড়ি গিয়ে আবেদন জানালেন শিক্ষকরা । এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্কুলের অভিভাবকরা (Raiganj teachers go to students' house)।
কোভিডের সংক্রমণ থেকে শিশুদের দূরে রাখতে 2020 সালের মার্চ মাসে দেশজুড়ে বন্ধ করে দেওয়া হয় সমস্ত স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান । রাজ্য সরকার মাঝে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠন পাঠন শুরু করলেও করোনার প্রকোপ বাড়তে থাকায় তা ফের বন্ধ করে দেয় । আর প্রাথমিক স্কুল তো খোলেইনি । প্রায় দু বছর পর 7 ফেব্রুয়ারি থেকে পাড়ায় শিক্ষালয়ের মাধ্যমে প্রাথমিক স্কুলের পঠন পাঠন শুরু হয় (Bengal School reopening)। আর এ বার পাকাপাকিভাবে বুধবার থেকে খুলে দেওয়া হয় রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুল (North Dinajpur news)।
আরও পড়ুন:WB School Reopening : ফের স্কুল পোশাক, পিঠে ব্যাগ আর বন্ধুর হাতে হাত স্কুলমুখী খুদে পড়ুয়ার দল