পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 22, 2023, 11:02 PM IST

Updated : Apr 22, 2023, 11:10 PM IST

ETV Bharat / state

Kaliaganj Murder Case: বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে নাবালিকার, ময়নাতদন্ত রিপোর্ট উল্লেখ করে দাবি পুলিশের

জেলা পুলিশের দাবি, বিষক্রিয়ার জেরেই ওই নাবালিকার মৃত্যু হয়েছে ৷ তবে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিজেপি সাংসদের অভিযোগ, রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী ৷ তারপরও মৃত কিশোরীর দেহ যেভাবে চ্যাংদোলা করে টেনে-হিঁচড়ে পুলিশ নিয়ে যাচ্ছে তা ভাবাই যায় না।

Etv Bharat
বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে নাবালিকার

সাংসদ দেবশ্রী চৌধুরী ও জেলা পুলিশ সুপারের বক্তব্য

রায়গঞ্জ, 22 এপ্রিল: কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু নিয়ে ঈদের দিনও তপ্ত রাজ্য রাজনীতি ৷ যার আঁচ গিয়ে পড়েছে রাজধানী দিল্লিতেও ৷ নাবালিকার মৃত্যু এবং পরবর্তী সময়ে তার দেহ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি শনিবার মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করলেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী ৷ তবে পালটা এদিন জেলা পুলিশ দাবি করেছে, বিষক্রিয়ার জেরেই ওই নাবালিকার মৃত্যু হয়েছে ৷ এমনকী মৃতার দেহে বড় কোনও আঘাতের চিহ্ন নেই বলেও জানিয়েছে পুলিশ ৷

এদিন সকালে মৃত নাবালিকার বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ পরে রায়গঞ্জ পুলিশ সুপারের অফিসের সামনে ধরনাতেও বসেন তিনি ৷ এদিন মৃতার পরিবারের দাবিকে মান্যতা দিয়ে গোটা ঘটনার সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন সুকান্ত ৷ তাঁর সঙ্গেই এদিন ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীও ৷ এদিন সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে সাংসদ জানান, রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী ৷ তারপরও মৃত কিশোরীর দেহ যেভাবে চ্যাংদোলা করে টেনে-হিঁচড়ে পুলিশ নিয়ে যাচ্ছে তা ভাবাই যায় না। শুধু রাজ্যের মানুষই নয়, সারা দেশের মানুষ রাজ্য পুলিশের এই ভূমিকা, এই ছবি দেখে শিউড়ে উঠছে বলেও জানান রায়গঞ্জের সাংসদ। সেইসঙ্গে পুলিশি তদন্তের প্রতি অনাস্থাও প্রকাশ করেন তিনি ৷

যদিও বিজেপি-সহ বিরোধীদের দাবিকে এদিন কার্যত উড়িয়ে দিয়েছেন রায়গঞ্জের জেলা পুলিশ সুপার ৷ তাঁর দাবি, মৃতার পরিবারের লোকের উপস্থিতিতেই হয়েছে ময়নাতদন্ত ৷ আর সেই রিপোর্টে স্পষ্ট বিষক্রিয়ার জেরেই মৃত্যু হয়েছে ওই নাবালিকার ৷ এদিন পুলিশ সুপার সানা আখতার বলেন, "ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে, মেয়েটির মৃত্যু বিষক্রিয়ার কারণেই হয়েছে। দেহে বড় কোনও আঘাতের চিহ্নও নেই। যৌন নির্যাতনের কোনও লক্ষ্মণ আছে কি না, তা স্পষ্ট করে চিকিৎসকদের কাছে ফের জানাতে চাওয়া হয়েছে ৷" পাশাপাশি পরিবারের অভিযোগের ভিত্তিতেই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ সুপার জানিয়েছেন, দুই অভিযুক্তকেই 14 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত ৷

অন্যদিকে, শুধু বিজেপি নয়, ঘটনার নিন্দায় সরব হয়েছে বাম-কংগ্রেসও ৷ একধাপ এগিয়ে কংগ্রেস নেতা তুষার গুহের অভিযোগ, পুলিশ খুনের ঘটনাটি ধামাচাপা দিতেই রাতের অন্ধকারে আলো জ্বালিয়ে ময়নাতদন্ত করেছে। পুলিশ যেভাবে মৃত কিশোরীর দেহ রাস্তা দিয়ে নিয়ে গিয়েছে তারও তীব্র প্রতিবাদ করেন তিনি। উল্লেখ্য, শুক্রবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানা এলাকার এক কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ করে তার পরিবারের লোকেরা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কিশোরীর পরিবার এবং এলাকার মানুষ দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখায়।

আরও পড়ুন: টেনে-হিঁচড়ে নয়, নাবালিকার দেহ অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়েছিল পুলিশ, দাবি এসপি'র

অভিযোগ, পুলিশ সেখান থেকেই দেহ টেনে-হিঁচড়ে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ৷ কিশোরীর দেহ এইভাবে উদ্ধার করাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য ৷ তবে সে অভিযোগও উড়িয়ে দিয়েছে পুলিশ ৷ অবশ্য এদিন রাজ্য পুলিশের ডিজির কাছে ঘটনার রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন এবং শিশু অধিকার সুরক্ষা কমিশন ৷ বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, "রাজ্যের পুলিশ মন্ত্রী একজন মহিলা, তারপরও যেভাবে মহিলার দেহ টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হলো, তা দেখলে শিউড়ে উঠতে হয়।"

Last Updated : Apr 22, 2023, 11:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details