পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনায় স্কুল বন্ধে পড়ে নষ্ট বাস, সমস্যায় মালিকরা - School Bus

করোনা অতিমারীর শুরু থেকেই বন্ধ স্কুল ৷ চলছে না স্কুলবাস ৷ সমস্যায় মালিকরা ৷

করোনায় স্কুল বন্ধে পড়ে নষ্ট বাস, সমস্যায় মালিকরা
করোনায় স্কুল বন্ধে পড়ে নষ্ট বাস, সমস্যায় মালিকরা

By

Published : Jun 3, 2021, 6:24 PM IST

রায়গঞ্জ, 3 জুন : প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে স্কুল ৷ আর সেই সময় থেকেই পড়ে নষ্ট হচ্ছে স্কুলবাস । ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের স্কুলবাস মালিকেরা । এরপরে স্কুল খুললেও নষ্ট হয়ে যাওয়া বাসগুলি মেরামত করে আর চালানো সম্ভব হবে না বলে আশঙ্কা স্কুলবাস মালিকদের ।

করোনায় স্কুল বন্ধে পড়ে নষ্ট বাস

তাঁদের দাবি, মিলছে না বাসের ভাড়াও ৷ অথচ ট্যাক্স, পারমিট, ইনস্যুরেন্সের জন্য দিনে প্রায় 500 টাকা খরচ হয়ে যাচ্ছে । আগামিদিনে সরকার সাহায্য না করলে স্কুলবাস চালানো সম্ভব হবে না ৷ এভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে ৷

অতিমারি করোনার প্রথম ঢেউ আছড়ে পড়েছিল 2020 সালের মার্চ মাসে । করোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে সমস্ত স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় কেন্দ্র ও রাজ্য সরকার । 2021 সালে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আগে আনলক পিরিয়ড চললেও খোলেনি কোনও স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান । ফলে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে সমস্ত স্কুলবাস । স্কুল চত্বর কিংবা বাড়ির গ্যারেজে জরাজীর্ণ দশাগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে স্কুলবাসগুলো ।

করোনায় স্কুল বন্ধে পড়ে নষ্ট বাস

উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে বিভিন্ন স্কুলের জন্য প্রায় 40 থেকে 50 টি স্কুলবাস চলত । এসব সমস্ত বাসই দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থেকে নষ্ট হয়ে গিয়েছে বাসের টায়ার টিউব থেকে ব্যাটারি বা বাসের বিভিন্ন যন্ত্রাংশ । ফলে দীর্ঘকাল ধরে আয় উপার্জনহীন হয়ে পড়ে রয়েছেন স্কুলবাসের মালিকেরা । স্কুল খুললেও নষ্ট হয়ে যাওয়া সেই স্কুলবাসগুলো পুনরায় মেরামত করে চালানো প্রচুর ব্যায়সাপেক্ষ ব্যাপার । সেটা আর স্কুলবাস মালিকদের পক্ষে সম্ভব হবে না । বাস না চলায় স্কুল কর্তৃপক্ষ ভাড়াও দিচ্ছে না । অথচ বাস রাস্তায় না চললেও সরকারকে ট্যাক্স, ফিটনেস ও ইনস্যুরেন্সের জন্য প্রতিদিন প্রায় 500 টাকা ঘর থেকে দিতে হচ্ছে মালিকদের । ফলে একপ্রকার নিঃস্ব হয়ে গিয়েছেন স্কুলবাসের মালিকেরা ।

করোনায় স্কুল বন্ধে পড়ে নষ্ট বাস, সমস্যায় মালিকরা

রায়গঞ্জ শহরের সুশান্ত বিশ্বাস নামে এক স্কুলবাস মালিক জানালেন, দীর্ঘদিন ধরে বাসগুলো অচল অবস্থায় পড়ে থাকায় নষ্ট হয়ে যেতে বসেছে । বাসের প্রায় যন্ত্রাংশই নষ্ট হতে বসেছে । পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল চালু হলেও আদৌ সেই বাস মেরামত করে চালু করা সম্ভব হবে না । এমতাবস্থায় সরকার যদি তাঁদের পাশে সাহায্য সহযোগিতার হাত না বাড়িয়ে দেয়, তাহলে একপ্রকার তাঁদের পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে । তাঁর আশঙ্কা, আদৌ কি অতিমারি করোনাকাল কোনওদিন শেষ হবে ? আবার কি দেখা যাবে স্কুলবাসে কচিকাঁচাদের স্কুলে আসা-যাওয়া ? এটাই এখন লাখ টাকার প্রশ্ন !

আরও পড়ুন :করোনাকালে মানুষের পাশে বাঁকুড়া ভারত সেবাশ্রম সংঘ

ABOUT THE AUTHOR

...view details